ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নেপালকে অলআউট করে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
  • / ৬২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সহজ লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে ফিল্ডিং নেওয়ার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ৪৫.৪ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় বাংলাদেশের যুবারা।

ব্যাটিংয়ে নেমে নেপালের দুই ওপেনার আকাশ ত্রিপাঠি ও মায়ান যাদব ১৮ রানের জুটি গড়েন। তবে সাদ ইসলামের বলে মায়ান মাত্র ১২ বলে ৪ রান করে আউট হলে প্রথম ধাক্কা খায় নেপাল। এরপর অর্জুন কাম শূন্য রানে বিদায় নেন। এক পর্যায়ে আকাশ ত্রিপাঠি ও সান্তোষ যাদব মিলে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ৫৯ রানে সান্তোষ (২৯ বলে ৭) আউট হলে আবার ব্যাটিং ধসে পড়ে নেপাল।

পরবর্তী সময়ে দলীয় স্কোর ১৪১ রানের বেশি এগোতে পারেনি। নেপালের হয়ে ওপেনার আকাশ ত্রিপাঠি সর্বোচ্চ ৪৩ রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহাদ, ইমন, এবং রিজান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

১৪২ রানের লক্ষ্য ছুঁতে এখন ব্যাট করছে বাংলাদেশের যুবারা। সর্বশেষ বাংলাদেশের স্কোর ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া দলটি দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নেপালকে অলআউট করে সহজ লক্ষ্য পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৫:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে সহজ লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রবিবার টস জিতে ফিল্ডিং নেওয়ার পর বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে নেপালকে ৪৫.৪ ওভারে মাত্র ১৪১ রানে অলআউট করে দেয় বাংলাদেশের যুবারা।

ব্যাটিংয়ে নেমে নেপালের দুই ওপেনার আকাশ ত্রিপাঠি ও মায়ান যাদব ১৮ রানের জুটি গড়েন। তবে সাদ ইসলামের বলে মায়ান মাত্র ১২ বলে ৪ রান করে আউট হলে প্রথম ধাক্কা খায় নেপাল। এরপর অর্জুন কাম শূন্য রানে বিদায় নেন। এক পর্যায়ে আকাশ ত্রিপাঠি ও সান্তোষ যাদব মিলে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ৫৯ রানে সান্তোষ (২৯ বলে ৭) আউট হলে আবার ব্যাটিং ধসে পড়ে নেপাল।

পরবর্তী সময়ে দলীয় স্কোর ১৪১ রানের বেশি এগোতে পারেনি। নেপালের হয়ে ওপেনার আকাশ ত্রিপাঠি সর্বোচ্চ ৪৩ রান করেন। বাংলাদেশের পক্ষে ফাহাদ, ইমন, এবং রিজান প্রত্যেকে দুটি করে উইকেট নেন।

১৪২ রানের লক্ষ্য ছুঁতে এখন ব্যাট করছে বাংলাদেশের যুবারা। সর্বশেষ বাংলাদেশের স্কোর ২৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৫ রান। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া দলটি দ্বিতীয় ম্যাচেও দারুণ ছন্দে রয়েছে।