ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার, বাতিল হলো ম্যাচ

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৮৫ বার পড়া হয়েছে

স্পের্টস ডেস্ক

ইতালির সিরি আ’য় গতকাল মাঠেই লুটিয়ে পড়লেন এক ফুটবলার। ম্যাচটা ছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের। মাঠে পড়ে যাওয়া ফুটবলারটির নাম এদোয়ার্দো বোভ। এই ঘটনায় বাতিল হয়ে গেছে ম্যাচ।

ঘটনাটা ঘটে ম্যাচের ১৬ মিনিটে। প্রাপ্ত ফুটেজে দেখা যায়, বসে থেকে একবার উঠে দাঁড়ান বোভ। তখন একটু হেঁটে এগিয়ে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়রা মাঠে চিকিৎসকদের ডেকে পাঠান। এসময় তাকে ঘিরে ছিলেন সবাই। তার পরেই অ্যাম্বুলেন্সে করে বোভকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা পরে জানিয়েছে, বোভকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থা আবার পুনর্ম্যূালয়ন করা হবে। ম্যাচ যখন বাতিল হয় তখন সেটা ছিল গোলশূন্য। পরে হয়তো ম্যাচটা পুনরায় মাঠে গড়াবে।

বোভ মূলত ফিওরেন্তিনায় রোমা থেকে গত আগস্টে এক মৌসুমের জন্য ধারে খেলতে এসেছেন। তবে লক্ষ্য ছিল স্থায়ী চুক্তি করার। তার আগে ইতালির বয়সভিত্তিক অনূর্ধ্ব-২১ দল পর্যন্ত খেলেছেন তিনি। যদিও সিনিয়রদের দলে এখনও ডাক পাওয়ার অপেক্ষায় আছেন।

নিউজটি শেয়ার করুন

মাঠেই লুটিয়ে পড়লেন ফুটবলার, বাতিল হলো ম্যাচ

আপডেট সময় : ০৩:২৪:০৬ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

স্পের্টস ডেস্ক

ইতালির সিরি আ’য় গতকাল মাঠেই লুটিয়ে পড়লেন এক ফুটবলার। ম্যাচটা ছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলানের। মাঠে পড়ে যাওয়া ফুটবলারটির নাম এদোয়ার্দো বোভ। এই ঘটনায় বাতিল হয়ে গেছে ম্যাচ।

ঘটনাটা ঘটে ম্যাচের ১৬ মিনিটে। প্রাপ্ত ফুটেজে দেখা যায়, বসে থেকে একবার উঠে দাঁড়ান বোভ। তখন একটু হেঁটে এগিয়ে যাওয়ার পরই মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবেই খেলোয়াড়রা মাঠে চিকিৎসকদের ডেকে পাঠান। এসময় তাকে ঘিরে ছিলেন সবাই। তার পরেই অ্যাম্বুলেন্সে করে বোভকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা পরে জানিয়েছে, বোভকে এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর তার অবস্থা আবার পুনর্ম্যূালয়ন করা হবে। ম্যাচ যখন বাতিল হয় তখন সেটা ছিল গোলশূন্য। পরে হয়তো ম্যাচটা পুনরায় মাঠে গড়াবে।

বোভ মূলত ফিওরেন্তিনায় রোমা থেকে গত আগস্টে এক মৌসুমের জন্য ধারে খেলতে এসেছেন। তবে লক্ষ্য ছিল স্থায়ী চুক্তি করার। তার আগে ইতালির বয়সভিত্তিক অনূর্ধ্ব-২১ দল পর্যন্ত খেলেছেন তিনি। যদিও সিনিয়রদের দলে এখনও ডাক পাওয়ার অপেক্ষায় আছেন।