সংবাদ শিরোনাম ::
বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে রেলের দাবিতে স্মারকলিপি

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৩:২৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
- / ৫৮ বার পড়া হয়েছে
মনির হোসেন, বেনাপোল
রুটে হাই স্পিড রেল চলাচলের দাবিতে নাগরিক অধিকার আন্দোলন যশোর রোববার জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বরাবর স্মারকলিপি দিয়েছে।
স্মারকলিপিতে স্বল্প খরচে, স্বল্প সময়ে যশোর অঞ্চলের মানুষের ট্রেনে চলাচল, ভারত এবং বাংলাদেশের যাত্রীদের সুবিধায় বেনাপোল-নড়াইল-ঢাকা রুটে দুই জোড়া ট্রেন চালুর দাবি জানানো হয়। অন্যথায় জোরালো আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক অধিকার আন্দোলন নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক মাস্টার নুর জালাল, সমন্বয়ক শেখ মাসুদুজ্জামান, বিনয় কৃষ্ণ মল্লিক, বোরহানুস সুলতান, আহসানুল্লাহ ময়না, অ্যাডভোকেট আবুল কায়েস, জাহিদুর রহমান গোলদার, ডাক্তার সাইফুল্লাহ ও ডক্টর সাবির হোসেন।
২ডিসেম্বর বেনাপোল এক্সপ্রেস(ট্রেনটি) চালু হওয়ার কথা ছিল।
ট্যাগস :
বেনাপোল-ঢাকা-বেনাপোল