ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড. ইউনূস

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪
  • / ৬৬ বার পড়া হয়েছে

প্রলয় ডেস্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড।

. মুহাম্মদ ইউনূসসোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ। যদি একে পুনরুজ্জীবিত করা যায়, তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

সার্ক মহাসচিব গোলাম সারওয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উচ্চপর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিকনির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

সার্কের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রভিত্তিক মন্ত্রীদের বৈঠক ও শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন তারা।

ড. ইউনূস বলেন, সার্কের মূল উদ্দেশ্য হলো মানুষকে একত্র করা। যুব সম্প্রদায়কে কেন্দ্র করে এমন উদ্যোগ যেমন যুব উৎসব, এই লক্ষ্যে নতুন পথ উন্মুক্ত করতে পারে।

আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ বছর সার্ক তার ঐতিহাসিক ৪০তম সনদ দিবস উদযাপন করছে।

নিউজটি শেয়ার করুন

সার্ককে পুনরুজ্জীবিত করার আহ্বান জানালেন ড. ইউনূস

আপডেট সময় : ০৫:৫৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০২৪

প্রলয় ডেস্ক

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুজ্জীবিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড।

. মুহাম্মদ ইউনূসসোমবার (২ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্ক মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, সার্ক এখন অনেকটাই ভুলে যাওয়া একটি শব্দ। যদি একে পুনরুজ্জীবিত করা যায়, তাহলে এটি পুরো অঞ্চলের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

সার্ক মহাসচিব গোলাম সারওয়ার প্রধান উপদেষ্টাকে সার্কের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। উচ্চপর্যায়ের বৈঠকের অভাবে এই সংস্থার কার্যক্রম সঠিক শক্তি এবং দিকনির্দেশনা পাচ্ছে না বলে উল্লেখ করেন তিনি। তিনি জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি), আঞ্চলিক সংহতি এবং শুল্ক সহযোগিতার মতো বিষয়গুলোতে সার্কের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

সার্কের কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে পররাষ্ট্র সচিব, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য ক্ষেত্রভিত্তিক মন্ত্রীদের বৈঠক ও শীর্ষ সম্মেলনের প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন তারা।

ড. ইউনূস বলেন, সার্কের মূল উদ্দেশ্য হলো মানুষকে একত্র করা। যুব সম্প্রদায়কে কেন্দ্র করে এমন উদ্যোগ যেমন যুব উৎসব, এই লক্ষ্যে নতুন পথ উন্মুক্ত করতে পারে।

আগামী জানুয়ারিতে বাংলাদেশে আয়োজিত যুব উৎসবে সার্কভুক্ত দেশগুলোর যুবকদের যোগদানের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। এ বছর সার্ক তার ঐতিহাসিক ৪০তম সনদ দিবস উদযাপন করছে।