বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৪৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় ফরিদপুরে শিক্ষক নিয়োগে আ’লীগ নেতার অনিয়ম : অর্থ আত্মসাতের অভিযোগ কদমতলীতে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যু, আল মদিনা নার্সিং হোম বন্ধের দাবি ১৬ বছর পর স্বামীকে কাছে পেয়েও দুঃশ্চিন্তায় স্ত্রী রাশেদা ময়মনসিংহে ‘বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত বেড়ায় কেমিস্ট্ এন্ড ড্রাগিস্ট্ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ভাঙ্গায় সরকারি পাইলট হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ফুলবাড়িয়ায় পাটুলী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গয়েশপুর মেধা বিকাশ একাডেমিতে শীতের পিঠা উৎসব সালথায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ প্রদান

ঐতিহাসিক সিরিজ জয়ে স্থানীয় কোচদের সঙ্গে যাদের কৃতিত্ব দিচ্ছেন তামিম

ঐতিহাসিক সিরিজ জয়ে স্থানীয় কোচদের সঙ্গে যাদের কৃতিত্ব দিচ্ছেন তামিম

স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচ টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় ম্যাচে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। এই সিরিজে টাইগার পেসারদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। যার কৃতিত্ব সাবেক দুই পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসনকে দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশের স্মরণীয় জয়ের পর ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোতে বিশ্লেষণধর্মী অনুষ্ঠানে হাজির হন তামিম।

সেখানে তিনি বলেন, ‘এটা (রাওয়ালপিন্ডি) এমন একটা উইকেট ছিল, যেখানে আগে অনেক রান উঠেছে, পাকিস্তান পেসাররা যতটুকু সুবিধা আদায় করতে পেরেছে, তার চেয়ে বাংলাদেশের পেসাররা বেশি সুবিধা পেয়েছে। এটা নিয়ে পেসারদের গর্ব করা উচিত। যারা আগে কোচ ছিলেন, তাদের কৃতিত্ব পাওয়া উচিৎ।

এই পেস বোলিং ইউনিটকে এত দূরে নিয়ে আসতে (সাবেক কোচ) অ্যালান ডোনাল্ড ও ওটিস গিবসন কঠোর পরিশ্রম করেছেন।’

এছাড়া স্থানীয় কোচদের অবদানের কথা উল্লেখ করে সাবেক এই টাইগার অধিনায়ক আরও বলেন, ‘অনেক সময় মানুষ বড় জয়ের পর ছোট বিষয়গুলো ভুলে যায়। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলা ক্রিকেটাররা যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ব্যস্ত ছিল, তখন টেস্ট দলের বেশিরভাগ ক্রিকেটার টাইগার্সের অধীনে অনুশীলন করেছে। এক মাসের বেশি সময় ধরে সেখানে ক্যাম্প হয়েছে।

সেখানে মুশফিক, মুমিনুল, মেহেদীরা ছিল। এক থেকে দেড় মাসের এই ক্যাম্প হয়েছে স্থানীয় কোচদের তত্ত্বাবধানে, তাদেরও অনেক কৃতিত্ব আছে। এটার অনেক বড় ভূমিকা ছিল।’

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়