ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফুটবলকে বিদায় জানালেন জেসুস নাভাস

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১০৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

সোমবার সেভিয়ার হয়ে ফুটবলীয় ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন জেসুস নাভাস। স্প্যানিশ এই ফুটবল লিজেন্ড আগেই ক্যারিয়ার শেষের কথা জানিয়েছিলেন। কাল দর্শকে ঠাসা র‌্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে গান গেয়ে, চিৎকার করে ও আরো বেশ কিছু আয়োজনের মধ্য দিয়ে প্রিয় তারকাকে বিদায় জানিয়েছে সেভিয়া। বিদায়বেলায় নাভাসকে বেশ আবেগি হতে দেখা গেছে।

৩৯ বছর বয়সী এই উইঙ্গারকে সেভিয়া ও স্প্যানিশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বর্ণাঢ্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ৩১ ডিসেম্বর তার সাথে সেভিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেন। সাম্প্রতিক সময়ে কোমরের ইনজুরির কারনে বেশ কিছু ম্যাচে অনুপস্থিতও ছিলেন।

প্রায় ৪৫ হাজার সমর্থকের উপস্থিতিতে কান্নাজড়িত কন্ঠে নাভাস বলেছেন, ‘সেভিয়া ও স্প্যানিশ ভক্তদের আনন্দ দেবার জন্য আমি বেঁচে আছি। যদি কোমরের ইনজুরিতে না পড়তাম তবে নিশ্চিত খেলা চালিয়ে যেতাম। এ কারনেই মৌসুমের মাঝামাঝিতে এসে বিদায় বলাটা সত্যিই কঠিন ছিল।

বেশ কয়েক বছর যাবত কোমরের সমস্যায় ভুগছি। কিন্তু গত কয়েক সপ্তাহ বিষয়টি সহ্যের বাইরে চলে গেছে।’

সেভিয়ার যুব একাডেমি থেকে উঠে আসা নাভাস ১৮ মৌসুমের বেশী সময় ধরে ক্লাব ফুটবলে প্রায় ৭০৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৩-১৭ সাল পর্যন্ত চার বছর কাটিয়েছেন ম্যান সিটিতে, খেলেছেন ১৮৩ ম্যাচ।

ম্যাচ শেষে তাকে ৭০৫ নম্বর লেখা একটি জার্সি উপহার দেয়া হয়। এ সময় তার সাথে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিল।

নাভাসের নামের পাশে রয়েছে ১৫টি ট্রফি। এর মধ্যে স্পেনের জাতীয় দলের জার্সিতে রয়েছে চারটি- ২০১০ বিশ্বকাপ, ২০১২ ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ২০২৩ উয়েফ নেশন্স লিগ। বাকি আটটি এসেছে সেভিয়ার জার্সিতে।

নিউজটি শেয়ার করুন

ফুটবলকে বিদায় জানালেন জেসুস নাভাস

আপডেট সময় : ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

স্পোর্টস ডেস্ক

সোমবার সেভিয়ার হয়ে ফুটবলীয় ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন জেসুস নাভাস। স্প্যানিশ এই ফুটবল লিজেন্ড আগেই ক্যারিয়ার শেষের কথা জানিয়েছিলেন। কাল দর্শকে ঠাসা র‌্যামন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে গান গেয়ে, চিৎকার করে ও আরো বেশ কিছু আয়োজনের মধ্য দিয়ে প্রিয় তারকাকে বিদায় জানিয়েছে সেভিয়া। বিদায়বেলায় নাভাসকে বেশ আবেগি হতে দেখা গেছে।

৩৯ বছর বয়সী এই উইঙ্গারকে সেভিয়া ও স্প্যানিশ জাতীয় ফুটবল দলের সবচেয়ে বর্ণাঢ্য খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। ৩১ ডিসেম্বর তার সাথে সেভিয়ার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় আনুষ্ঠানিক ভাবে বিদায় নিলেন। সাম্প্রতিক সময়ে কোমরের ইনজুরির কারনে বেশ কিছু ম্যাচে অনুপস্থিতও ছিলেন।

প্রায় ৪৫ হাজার সমর্থকের উপস্থিতিতে কান্নাজড়িত কন্ঠে নাভাস বলেছেন, ‘সেভিয়া ও স্প্যানিশ ভক্তদের আনন্দ দেবার জন্য আমি বেঁচে আছি। যদি কোমরের ইনজুরিতে না পড়তাম তবে নিশ্চিত খেলা চালিয়ে যেতাম। এ কারনেই মৌসুমের মাঝামাঝিতে এসে বিদায় বলাটা সত্যিই কঠিন ছিল।

বেশ কয়েক বছর যাবত কোমরের সমস্যায় ভুগছি। কিন্তু গত কয়েক সপ্তাহ বিষয়টি সহ্যের বাইরে চলে গেছে।’

সেভিয়ার যুব একাডেমি থেকে উঠে আসা নাভাস ১৮ মৌসুমের বেশী সময় ধরে ক্লাব ফুটবলে প্রায় ৭০৫টি ম্যাচ খেলেছেন। এর মধ্যে ২০১৩-১৭ সাল পর্যন্ত চার বছর কাটিয়েছেন ম্যান সিটিতে, খেলেছেন ১৮৩ ম্যাচ।

ম্যাচ শেষে তাকে ৭০৫ নম্বর লেখা একটি জার্সি উপহার দেয়া হয়। এ সময় তার সাথে বাবা-মা, স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিল।

নাভাসের নামের পাশে রয়েছে ১৫টি ট্রফি। এর মধ্যে স্পেনের জাতীয় দলের জার্সিতে রয়েছে চারটি- ২০১০ বিশ্বকাপ, ২০১২ ও ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশীপ এবং ২০২৩ উয়েফ নেশন্স লিগ। বাকি আটটি এসেছে সেভিয়ার জার্সিতে।