কুড়িগ্রামে চরাঞ্চলের রোগী যাতায়াতে সুবিধার্থে অ্যাম্বুলেন্স প্রদান

- আপডেট সময় : ০৩:১৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে
শাহিনুল ইসলাম লিটন, সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় কচাকাটা থানার দুর্গম চরাঞ্চলে মুমূর্ষু মানুষের জরুরি চিকিৎসা সেবার নিশ্চিত করার লক্ষ্যে একটি ব্যাটারীচালিত অ্যাম্বুলেন্স প্রদান করেছে জেলা প্রশাসক কুড়িগ্রাম।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল ৫টায় উপজেলা চত্তরে জেলা প্রশাসক নুসরাত জাহান এর উপস্থিতিতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করে উদ্বোধন করা করা হয়।
উদ্বোধনে উপস্থিত ছিলেন, নাগেশ্বরী উপজেলার নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, উপজেলা সহকারী ভূমি কমিশনার মো. মাহমুদুল হাসান, এবং ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান পলাশ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোখাফ্ফারুল ইসলাম।
উদ্যোগটি অসহায় দুস্থ জনগণের জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জরুরি মুহূর্তে সময়মতো সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানান উপস্থিত কর্মকর্তাগণ। সেই সাথে কচাকাটা এলাকার জনসাধারণরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।