কাশিয়ানীতে কাশবন শিল্পসাহিত্য আড্ডা

- আপডেট সময় : ০৬:২৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
- / ১২৫ বার পড়া হয়েছে
শামীম উল হক, কাশিয়ানী সংবাদদাতা
গোপালগঞ্জের কাশিয়ানীতে কবি ও সাংবাদিক শহীদুল আলম মুন্নার সার্বিক তত্ত্বাবধানে কাশবন সাহিত্য সংসদ আয়োজিত কবি মিন্টু হক সম্পাদিত কাশবন সাহিত্য পত্রিকার শিল্পসাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। কাশিয়ানী উপজেলা প্রেসক্লাবে এ শিল্পসাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রফেসর মজিবুর রহমানের সভাপতিত্বে ও পিংগলিয়া কামিল মাদরাসার ইংরেজি প্রভাষক কবি মনিকা রায় ও বাংলা প্রভাষক কবি সুলতানুল আলম খানের সঞ্চালনায়, কবি মো, আমিনুর রহমান, প্রফেসর প্রদীপ রায়, মাহাবুব ই রব্বানী, এ এইস খাঁন দুলাল, দেলোয়ার কাজী, রিজাউল করিম, আমিনুর ইসলাম মিনা, হাদিসুর রহমান সহ অন্যান্য নতুন কবিরা উপস্থিত হয়ে স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
এছাড়াও, সংগীত শিল্পী মনিরুল হক বাপ্পী, শরিফুল ইসলাম, সরদার শাফায়েত, বুলবুল শরীফ, চেতন মজুমদার , সাংবাদিক আহাদুল হাসান, জালাল খান সংগীত পরিবেশন করেন।
এসময়, শিক্ষক নুর মোহাম্মদ শেখ, কাজী নজরুল ইসলাম ডালিম, সৈয়দ মনিরুল হাসান বুলবুল, মশিউর রহমান মনির প্রথম উপস্থিত ছিলেন।