বই পেয়ে অনেক খুশি ভাঙ্গার বেঁদে পল্লীর শিশুরা : নতুন জীবন শুরু

- আপডেট সময় : ০৭:৩৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৫২ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান, ক্রাইম রিপোর্টার ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গায় কুমারনদ ঘেঁষে বাসবাস করা বেদেগোষ্ঠীর শিশুদের বিনামূল্যে পড়ালেখার ব্যবস্থা করলেন ভাঙ্গা উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে পৌরসভার ২নং সদরদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বেঁদেগোষ্ঠীর ১৫ জন শিশু সন্তানকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের হাতে বই ও শিক্ষা উপকরণ বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, ভাঙ্গায় কুমার নদের পাড়ে বেঁদে জন গোষ্ঠী বসবাস করে। শীতের সময় তাদের মাঝে কম্বল বিতরন করি। তখন বেঁদেদের সাথে কথা বলে জানা যায়। শিশুরা কেউ লেখাপড়া করেন না। যদি তাদের পাশে প্রশাসন দাড়ায়, তাহলে বেঁদের শিশুরা পড়া লেখা করবে বলে বেঁদে লোকজন জানায়। তাদের মাথা গোঁজার মতো ঠাই তেমন নেই। বেঁদে পরিবারের সন্তানেরা স্কুলে যায় না। তারা ‘শিক্ষা থেকে দূরে রয়েছে। তাই তাদের স্কুলে যাওয়া, বই পুস্তক, শিক্ষা উপকরণ ও লেখাপড়ার আর্থিক সহায়তার সমস্ত দায়িত্ব বহন করবে ভাঙ্গা উপজেলা প্রশাসন। বাংলাদেশের কোন গোষ্ঠী বা কোন সম্প্রদায়ের লোক শিক্ষার আলো থেকে দুরে না থাকে।
এজন্য সমাজের দায়িত্বশীল ব্যাক্তিদের শিক্ষার বিষয়ে এগিয়ে আসা উচিৎ। এ বিষয় বেঁদে পল্লীর শিশু রেক্সোনা, ববি আক্তার ও হায়দার জানায়, বই পেয়ে আমরা অনেক খুশি হয়েছি। আগামীকাল থেকে স্কুলে যাবো। লেখাপড়া করবো। বেঁদের সর্দারনী শাহীনূর বেগম জানায়, ‘আমাদের জীবন যাযাবর কাটছে, কিন্তু আমাদের বাচ্চাদের যাযাযবর জীবন থেকে রক্ষা পাবো।
‘বাচ্চারা স্কুলে পড়ে শিক্ষিত হতে পরলে সমাজের সবার সঙ্গে চলবার পারবে। বাচ্চা কাচ্চাদের পড়াশুনার জন্য ইউএনও স্যার এগিয়ে আসছেন’। এতে আমার অনেক খুঁশি এবং তাকে ধন্যবাদ। আজ পর্যন্ত কোন স্যারে আমাদের পাশে দাঁড়ায় নাই।
বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তহিদুল ইসলাম, প্রধান শিক্ষক হোসনেয়ারা ইয়াসমিন, ববি আক্তার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ প্রমুখ।