দুর্গাপুরে হাসিবুর হত্যা মামলার ৪ আসামী গ্রেফতার

- আপডেট সময় : ০৬:২০:০১ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১০৫ বার পড়া হয়েছে
জাকির হোসেন (বাবলু), দুর্গাপুর
রাজশাহী দুর্গাপুর উপজেলার মাড়িয়া ইউনিয়নের হোজা অনন্তকান্দি দক্ষিণপাড়ায় বরেন্দ্রের ডিপ টিউবওয়েল নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আলোচিত হাসিবুর হত্যা মামলার ৪ আসামীকে (৩১ মে) শনিবার সকালে চারঘাট উপজেলার মাড়িয়া গ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যাব-৫।
র্যাব-৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, (৩১ শে মে) শনিবার সকাল ৯ টার দিকে রাজশাহী জেলার চারঘাট উপজেলার মাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৪ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন, আবু সালেহ বাবু (৪৫) পিতা মৃত দলিম উদ্দিন, জামরুল ইসলাম ( ৪০) পিতা আব্দুল মালেক, ফরিদুল ইসলাম (২৫) পিতা ফজলু মন্ডল, আরিফুল ইসলাম ( ২৪) পিতা চাঁদ, সকলেই হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র্যাব আরও জানিয়েছে, পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা জানান, বর্তমানে গ্রেপ্তারকৃত আসামীরা থানা হেফাজতে রয়েছে। আগামীকাল (০১ জুন) রবিবার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।
প্রলয়/তাসনিম তুবা