অনুশীলনে নেই মিরাজ, প্রথম টেস্টে খেলতে পারবেন তো?

- আপডেট সময় : ১২:১০:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ দুই দিন আগেই সুসংবাদটা পেয়েছিলেন। তিনি এখন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তবে তার পরবর্তী অ্যাসাইনমেন্টটা অবশ্য টেস্টে। শ্রীলঙ্কার বিপক্ষে সে সিরিজের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে জেগেছে শঙ্কা। শ্রীলঙ্কায় প্রথম দিনের অনুশীলনে ছিলেন না তিনি।
মিরাজ জ্বরে আক্রান্ত হয়েছেন। যে কারণে তিনি শ্রীলঙ্কায় দলের প্রথম অনুশীলনে অংশ নিতে পারেননি। রোববার বিষয়টি নিশ্চিত করেছে টিম ম্যানেজমেন্ট।
শনিবার গল শহরে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে ১৭ জুন শুরু হতে যাওয়া শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। তবে গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রোববার সকালে প্রথম অনুশীলনে দেখা যায়নি মিরাজকে। জাতীয় দলের সহ-অধিনায়ক হিসেবে মিরাজের অনুপস্থিতি দলের জন্য একটি দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, ‘মিরাজ জ্বরে ভুগছেন, তাই আজ অনুশীলনে অংশ নিতে পারেননি।’
মিরাজের শারীরিক অবস্থা এখন পর্যবেক্ষণে রয়েছে। তিনি সেরে উঠতে পারবেন কি না, সেটা এখনই বলা যাচ্ছে না। তাকে প্রথম টেস্টের দলে দেখা যাবে কি না, সেটাও নিশ্চিত নয়।গলের স্পিনবান্ধব উইকেটে মিরাজের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে বলে মনে করছেন সবাই। তবে তার অসুস্থতা দলকে ভিন্ন পরিকল্পনা করতে বাধ্য করতে পারে।
তবে এখনই প্রথম টেস্টের একাদশ নিয়ে ভাবতে চাইছে না ম্যানেজমেন্ট। তাদের আশা, মিরাজকে প্রথম টেস্টে পাওয়া যাবে নিশ্চয়ই। টিম ম্যানেজমেন্ট বলেছে, ‘আমরা আশা করছি সে দ্রুত সেরে উঠবে। তবে আপাতত তাকে বিশ্রামে রাখা হয়েছে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ম্যাচে ৩১.৮১ গড়ে ৩৫০ রান করেছেন মিরাজ। বোলিংয়ে তার ক্যারিয়ারের তৃতীয় সর্বোচ্চ উইকেট এসেছে এই লঙ্কানদের বিরুদ্ধেই। ৮ ম্যাচ খেলে ২৪ উইকেট তুলে নিয়েছেন তিনি। লঙ্কার মাটিতে তাদের বধে বড় অস্ত্র হবেন মিরাজ, ম্যানেজমেন্টের ভাবনাটা এমনই। সেজন্যেই তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে চাইছে বিসিবি।