সংবাদ শিরোনাম ::
জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য রিকশা র্যালি

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৭:০৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- / ৬০ বার পড়া হয়েছে
সুমন ভট্টাচার্য, ময়মনসিংহ
‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৫’ উপলক্ষে জেলা প্রশাসন ময়মনসিংহের উদ্যোগে গতকাল রবিবার শহরের প্রধান সড়কগুলোতে এক বর্ণাঢ্য রিকশা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রিকশাগুলোকে মনোমুগ্ধকরভাবে সজ্জিত করা হয় নানা রঙের পতাকা, ফেস্টুন ও শ্লোগানে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার কাজী আখতার উল আলম। তাঁদের নেতৃত্বে রিকশা র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এই আয়োজনে সহযোগিতা করে জেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর, ময়মনসিংহ। র্যালিটির মাধ্যমে সচেতনতা, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের বার্তা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়েছে।