ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে ঈশ্বরগঞ্জে বিজয় মিছিল

- আপডেট সময় : ০৯:১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
- / ১৪৯ বার পড়া হয়েছে
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীনের নেতৃত্বে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ আগস্ট) বিকালে জুলাই গণঅভ্যুত্থানে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় (শাহীন এমপি) থেকে র্যালি ও আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে এসে শেষ হয়।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহ্ নূরুল কবীর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক সংসদ আলহাজ্ব শাহ্ নূরুল কবীর শাহীন বলেন, ২০২৪ সালের এই দিনে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে। গণঅভূত্থানে নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং যারা আহত হয়েছিলেন তাদের উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি। ১৫২ ময়মনসিংহ -০৮ ঈশ্বরগঞ্জ আসনে সর্বোচ্চ ভোট দিয়ে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানকে এই আসনটি উপহার দেয়ার জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ঝুলন চকদার, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম সুজন, রফিকুল আল আজাদ, সাবেক ছাত্র নেতা মোশাররফ হোসেন মিলন, সাবেক ছাত্রদল ও যুব নেতা মাজহারুল ইসলাম সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, পৌর যুব নেতা সাইফুল সরকার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগ প্রমুখ।