সাংবাদিক তুহিন হত্যা ও আনোয়ার হোসেনের উপর হত্যাচেষ্টার প্রতিবাদে উলিপুরে মানববন্ধন

- আপডেট সময় : ০৪:৩৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৭৩ বার পড়া হয়েছে
নুর মোহাম্মদ (রোকন),ভ্রাম্যমাণ
ঢাকার গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা এবং দৈনিক প্রলয় এর নিজস্ব সংবাদদাতা ও বাংলাদেশের আলো পত্রিকার সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে বর্বরোচিত নির্যাতন করে হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উলিপুর মসজিদুল হুদা মোড়ে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
একই সঙ্গে সাংবাদিক সৌরভের উপর হত্যাচেষ্টার ঘটনায় সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত না হলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতা চরম হুমকির মুখে পড়বে। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মতলেবুর রহমান মঞ্জু, সহ-সভাপতি আতাউর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাইমিনুল ইসলাম, কার্যকরী সদস্য শাহজাহান খন্দকার, দপ্তর সম্পাদক মিথেন রায়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার খোরশেদ আলম, সদস্য নূর মোহাম্মদ রোকন, সদস্য সোহেল রানা, এনটিভির (উলিপুর ও চিলমারী) প্রতিনিধি তানভীরুল ইসলাম এবং স্টার নিউজ কুড়িগ্রাম প্রতিনিধি জুবায়ের জিহাদি। অংশগ্রহণকারীরা একমত পোষণ করে বলেন, দেশের যেকোন প্রান্তে সাংবাদিকদের উপর হামলা মানে পুরো গণমাধ্যমের উপর হামলা। তাই এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে রাষ্ট্রকে অবশ্যই কঠোর পদক্ষেপ নিতে হবে।