ত্রিশালে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন সিরাজুল ইসলাম

- আপডেট সময় : ০৫:০৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
- / ৬৮ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসে শ্রেষ্ঠ সংগঠকের পুরস্কার পেলেন স্থানীয় শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরন।
এর আগে তিনি ২০১৯ সালে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠরে পুরস্কার পেয়ে ছিলেন। শশী ফাউন্ডেশন দীর্ঘ দিন ধরে শিক্ষা, বনায়ন, সামাজিক, কম্পিউটার প্রশিক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ও যুবক-যুবতীদের কাজ করে আসছেন।
এ ছাড়াও সফল আত্নকর্মী হিসাবে মাহদুল ইসলাম ও সফল উদ্যোগতা হিসাবে দিলরুবা আক্তারকে সম্মাননা স্বারক প্রদান করা হয়। এ লক্ষে মঙ্গলবার সকাল ১০ টায় ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এবং ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রপের সহযোগিতায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য যুব র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, যুব ঋণ,বিতরণ, সম্মাননা স্বারক প্রদান ও প্রশিক্ষণ নেয়া যবক-যুবতিদের মাঝে সনদ প্রদন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদ উল্লাহ, বিএনপি নেতা মোশারফ হোসেন, ত্রিশাল প্রেস ক্লাবের সভাপতি খোরশিদুল আলম মুজিব, দৈনিক মাটি ও মানুষ পত্রিকার নির্বাহী সম্পাদক এ টি এম মনিরুজ্জামান প্রমুখ।