লালমনিরহাটের পাটগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত

- আপডেট সময় : ০৩:৩৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৭৫ বার পড়া হয়েছে
পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রামে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১ টায় পৌর শহরে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদের শহীদ আবু সাঈদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি পাটগ্রাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পানবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএনপি নেতা ওয়ালিউর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচএম মাহাবুবুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জ্যোতির্ময় চন্দ্র সরকার, পাটগ্রাম টিএন হাইস্কুল অ্যান্ড কলেজের গুণীজন শিক্ষক (অবঃ) এবিএম নাদিরুজ্জামান আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফাজ্জল হোসেন সাজু, পাটগ্রাম টিএন হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা, মো. মমিনুল হক কোয়েল আউলিয়ারহাট মাদরাসার সুপার মাওলানা আসাদুজ্জামান, ধবলসুতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুল ইসলাম তৌহিদ, পাটগ্রাম থানার ওসি ভারপ্রাপ্ত (তদন্ত) মামুনুর রশিদ ইসলামী, আদর্শ বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আনিসুল ইসলাম, ১নং জোংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শামীম আরা রত্না, আব্দুল মোতালেব, কচুয়ার পাড় উচ্চ বিদ্যালয় প্রমুখ। শেষে পাটগ্রাম টিএন হাইস্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত গুণীজন প্রধান শিক্ষক এবিএম নাদিরুজ্জামানকে ক্রেস্ট এবং উপহার দেয়া হয়।