মুক্তাগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

- আপডেট সময় : ০৮:০০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪
- / ৫১ বার পড়া হয়েছে
মুক্তাগাছা প্রতিনিধি
মুক্তাগাছায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সকালে মুক্তাগাছা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা কৃষি অফিসার সেলিনা পারভিন এর সভাপতিত্বে, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে রবি (২০২৪-২৫) মৌসুমের প্রণোদনা কর্মসূচির উদ্ভোদন করা হয়।
এর আওতায় সরিষা,গম,ভুট্টা,চিনাবাদাম এবং শীতকালীন পেঁয়াজসহ কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন এবং বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অতিকুল ইসলাম।
আরো পড়ুন-
- শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি, আদালতে মামলা
- পুলিশের কাছ থেকে ধৃত মাদক কারবারি ছিনতাই মামলার আসামিরা অধরা
- ভারতের অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান ফখরুলের
এসময় উপজেলার সিনিয়র মৎস কর্মকর্তা তানভীর আহমেদ, অতিরিক্ত কৃষি অফিসার পৃতিশ চন্দ্র পাল, কৃষি সম্প্রসারণ অফিসার লুৎফর নাহার প্রীতি সহ উপ-সহকারী কৃষি অফিসারগন উপস্থিত ছিলেন।
কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় মুক্তাগাছায় ১৮৫০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ১ কেজি, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। অন্যান্য ফসলের মধ্যে ১৪০ জনের মধ্যে ভুট্টা, ১২০ জনের মধ্যে গম, ১৫ জনের মধ্যে সূর্যমুখী, ২০ জনের মধ্যে চিনাবাদাম এবং ২০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে শীতকালীন পেঁয়াজ বিতরণ করা হবে।