সংবাদ শিরোনাম ::
ইসকন নিষিদ্ধের দাবিতে ভালুকায় বিক্ষোভ মিছিল

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৪:২২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
শাখাওয়াত হোসেন সুমন, ভালুকা
ময়মনসিংহের ভালুকায় হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’ কর্তৃক মুসলিম আইনজীবীকে হত্যা ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামজের পরে সিডষ্টোর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল মহাসড়কের বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পুনরায় মসজিদের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়।
বাংলাদেশে হেফাজত ইসলাম হবিরবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুফতি ইয়াহিয়া সুতারপুরী, মাওলানা ইলিয়াস আমিনী। এসময় অন্তর্র্বতীকালীন সরকারকে ‘ইসকন’ নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা। পরে মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্তি ঘোষণা করে দেন।