সংবাদ শিরোনাম ::
কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ হারুন

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৭:৪৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
- / ১৭৯ বার পড়া হয়েছে
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কাজী নজরুল ইসলাম হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন ওই হলের প্রাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন।
রবিবার (১ ডিসেম্বর) রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিদায়ী প্রভোস্ট মোহাম্মদ নাসির হুসেইন গত ২৬ নভেম্বর, ২০২৪ তারিখে প্রভোস্ট পদ থেকে পদত্যাগ করেন। তাঁর পদত্যাগপত্র ১ ডিসেম্বর ২০২৪ তারিখে উপাচার্য গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুনকে কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়।
উল্লেখ্য, তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর প্রভোস্ট হিসেবে ওই হলের দায়িত্ব পালন করবেন।