ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুক, বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না: অর্থ উপদেষ্টা

- আপডেট সময় : ০৪:১৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
- / ৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক:
ভারতের সাথে রাজনৈতিকভাবে যাই ঘটুক, ভারতের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ একথা বলেন।
গণমাধ্যর্মীদের তিনি বলেন, ব্যবসায়ীরা যারা পণ্য বিক্রি করেন তারা রাজনীতিবিদের বক্তব্যে বিভ্রান্ত হয় না, তারা পণ্য বেচেন। যেখান থেকে বাংলাদেশ কম দামে পণ্য পাবে, সেখান থেকেই কিনবে।
উপদেষ্টা আরো বলেন, ভারত, মিয়ানমার ও ভিয়েতনামের কাছ থেকে চাল আমদানি করা হচ্ছে। রমজানে পণ্যের সংকট হবে না। তবে বিশ্ববাজারে সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে, যে কারণে বাজারে কিছুটা সংকট চলছে।
আরো পড়ুন-
- কঠিন সময় পার করছে বাংলাদেশ, দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধান উপদেষ্টা
- বিমান তৈরি করে আলোড়ন সৃষ্টি করেছেন বিলুপ্ত ছিটমহলের স্কুলছাত্র শামীম
- প্রধান উপদেষ্টা আজ বিকেলে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছেন
রমজানের জন্য খেজুর, তেল, মসুর ডাল আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এসব পণ্যের ভ্যাট কমানো হচ্ছে। এই প্রভাব জিনিসপত্রের দামের ওপর পড়বে।