ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ভারতে ডিজেল পাচারকালে ২ জনকে আটক করেছে বিজিবি

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
  • / ৭১ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নৌপথে ভারতে ডিজেল পাচারকালে দুই জনকে আটক করেছে ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসময় ১৬ ব্যারেল ডিজেল ও ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেন বিজিবি।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর পোড়ারচর এলাকায় অভিযান চালিয়ে ১৬ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এর দিক-নির্দেশনায় যাত্রাপুর বিওপি’র ০৬ সদস্যের একটি টহলদল সীমান্ত পিলার নম্বর-১০৪১ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকাযোগে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন টহলদল বর্ণিত স্থান দিয়ে ০২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে বাংলাদেশ হতে ভারতের দিকে অগ্রসর হতে দেখতে পায়। টহলদলের সন্দেহ হওয়ায় উক্ত ব্যক্তিদের নৌকা থামানোর সংকেত দিলে তারা টহলদলের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে টহলদল নৌকাসহ তাদেরকে আটক করে।পরবর্তীতে টহলদল নৌকা তল্লাশী করে ১৭টি ব্যারেল হতে আনুমানিক ৩,৩৬০ লিটার ডিজেল জব্দ করে। জব্দকৃত ডিজেল ও নৌকার আনুমানিক সিজারমূল্য ১০,১২,৮৮০/- (দশ লক্ষ বারো হাজার আটশত আশি) টাকা।

আটককৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ মনির হোসেন (৩২) এবং কচাকাটা থানার কামারচর গ্রামের মোঃ আলমাস আলীর ছেলে মোঃ রুবেল হোসেন (২৬)। দেশের মূল্যবান জাতীয় সম্পদ জ্বালানী তেল পাচারের অভিযোগে মামলার মাধ্যমে আটককৃতদেরকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান,বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় সময়ে এ ধরনের তেল চোরাকারবারীদের বিরুদ্ধে সীমান্তে বিজিবি’র অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

ভারতে ডিজেল পাচারকালে ২ জনকে আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০৪:৫৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

কুড়িগ্রাম সদর প্রতিনিধি

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় নৌপথে ভারতে ডিজেল পাচারকালে দুই জনকে আটক করেছে ব্যাটালিয়ন (২২ বিজিবি)। এসময় ১৬ ব্যারেল ডিজেল ও ইঞ্জিন চালিত একটি নৌকা জব্দ করেন বিজিবি।

বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদীর পোড়ারচর এলাকায় অভিযান চালিয়ে ১৬ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। সীমান্তবর্তী পোড়ারচর এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে ডিজেল পাচার হবে। এ প্রেক্ষিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ মাসুদুর রহমান এর দিক-নির্দেশনায় যাত্রাপুর বিওপি’র ০৬ সদস্যের একটি টহলদল সীমান্ত পিলার নম্বর-১০৪১ হতে আনুমানিক ০২ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পোড়ারচর নামক স্থানে নদীপথে নৌকাযোগে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালীন টহলদল বর্ণিত স্থান দিয়ে ০২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিনচালিত নৌকাযোগে বাংলাদেশ হতে ভারতের দিকে অগ্রসর হতে দেখতে পায়। টহলদলের সন্দেহ হওয়ায় উক্ত ব্যক্তিদের নৌকা থামানোর সংকেত দিলে তারা টহলদলের সংকেত উপেক্ষা করে পালিয়ে যাওয়ার প্রাক্কালে টহলদল নৌকাসহ তাদেরকে আটক করে।পরবর্তীতে টহলদল নৌকা তল্লাশী করে ১৭টি ব্যারেল হতে আনুমানিক ৩,৩৬০ লিটার ডিজেল জব্দ করে। জব্দকৃত ডিজেল ও নৌকার আনুমানিক সিজারমূল্য ১০,১২,৮৮০/- (দশ লক্ষ বারো হাজার আটশত আশি) টাকা।

আটককৃতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কালিকাপুর গ্রামের মোঃ শমসের আলীর ছেলে মোঃ মনির হোসেন (৩২) এবং কচাকাটা থানার কামারচর গ্রামের মোঃ আলমাস আলীর ছেলে মোঃ রুবেল হোসেন (২৬)। দেশের মূল্যবান জাতীয় সম্পদ জ্বালানী তেল পাচারের অভিযোগে মামলার মাধ্যমে আটককৃতদেরকে কুড়িগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি অধিনায়ক কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান,বর্তমানে বাংলাদেশে জ্বালানি তেলের সংকটময় সময়ে এ ধরনের তেল চোরাকারবারীদের বিরুদ্ধে সীমান্তে বিজিবি’র অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।