কুয়েতে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা কমছে-বাড়ছে ভারত নেপালের

- আপডেট সময় : ০৫:১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
- / ৭৯ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন, কুয়েত
মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ কুয়েত সে দেশে রয়েছে প্রচুর কর্মসংস্থানের সুযোগ। সে দেশ স্থানীয় নাগরিকদের চেয়ে দ্বিগুণ রয়েছে বিভিন্ন দেশের অভিবাসী। প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি বসবাস করেন সে দেশে। কিন্তু দীর্ঘদিন বাংলাদেশিদের ভিসা বন্ধ থাকায় দেশটিতে আসছেনা নতুন শ্রমিক। সে সুযোগে ভারত ও নেপাল থেকে প্রতি দিন আসছে নতুন শ্রমিক।
বাংলাদেশিদের ভিসা বন্ধ বন্ধ হলেও লামানা বা বিশেষ অনুরোধে বাহির হচ্ছে ভিসা। দালাল চক্রের হাত বদলের কারনে প্রতিটি ভিসা বিক্রি হচ্ছে ৬থেকে ৭ লাখ টাকা পর্যন্ত।নেপাল ও ভারত থেকে মাত্র ২থেকে ৩ লাখ টাকা আসছে শ্রমিকরা।কুয়েতে বিভিন্ন কোম্পানি ও মালিক পক্ষের অশুভ আচরণ নিয়মিত মাসিক বেতন না দেয়া ও আকামা বা রেসিডেন্সি নবায়নে গড়িমসি।
এ জন্য অতিষ্ঠ হয়ে অনেক পুলিশের হাতে গ্রেফতার জেল জরিমানা দিয়ে বিশেষ করে বাংলাদেশী অভিবাসীরা নিজ ইচ্ছায় কুয়েত ত্যাগ করতে হচ্ছে। পুরাত শ্রমিকরা কুয়েত ত্যাগ করলে নতুন আসছে তুলনা মূলক কম।দিন দিন বিলীন হচ্ছে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা। আর কুয়েতের সকল সেক্টরে ভারত ও নেপালের এক আধিপত্য বিরাজ করছে।