বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

তিন মিনিটের ঝড়ে ম্যানচেস্টার ডার্বিতে সিটির হার

স্পোর্টস ডেস্ক

ম‍্যানচেস্টার সিটির দুর্দশা কাটলো না বিগ ম্যাচে এসেও। ১৯৫তম ম্যানচেস্টার ডার্বির শেষটা হলো রেড ডেভিলদের জয়ে। শেষ ১১ ম্যাচে ম্যানসিটির হার ৮ ম্যাচে। জয় কেবল ১টিতে। রুবেন আমোরিম স্যার অ্যালেক্স ফার্গুসনের পর প্রথম ম্যান ইউনাইটেড কোচ হিসেবে নিজের প্রথম ডার্বি ম্যাচেই পেলেন জয়ের দেখা।

যদিও ২-১ গোলের জয়ে ইউনাইটেড নিজেদের জয়টা মূলত পেয়েছে ম্যানসিটির অবিশ্বাস্য ভুল আর শেষ তিন মিনিটের ঝড়ে। মিডফিল্ডার ম্যাথিউস নুনেজের অবিশ্বাস্য ভুলে বল পেয়ে গিয়েছিলেন আমাদ দিয়ালো। তাকে আটকাতে ফাউল করে ইউনাইটেডকে ৮৮ মিনিটে ম্যাচে ফেরার উপলক্ষ্য করে দেন নুনেজ নিজেই।

আর ৯০ মিনিটে আমাদ দিয়ালো আরও একবার বল জড়িয়েছেন সিটিজেন্সদের জালে। যেটা তাদেরকে এনে দিয়েছে ডার্বি ম্যাচে জয়ের স্বাদ। বৃথা গেল ম্যানসিটি ডিফেন্ডার ইয়াস্কো গার্ভাদিওলের ৩৬ মিনিটে করা গোল।

আরো পড়ুন-

এই ম্যাচের পর এক ম্যাচ বেশি খেলে লীগে শীর্ষে থাকা লিভারপুলের থেকে নয় পয়েন্টে পিছিয়ে পড়ল সিটি। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে তারা। পরের ম্যাচ ছয়ে থাকা অ্যাস্টন ভিলার বিপক্ষে। সেই ম্যাচে হারলে সিটিজেন্সদের নেমে যেতে হবে ছয়ে। টানা পাঁচ বার লিগ জয়ের আশা কার্যত শেষ গার্দিওলার শিষ্যদের। অন্যদিকে ১৬ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে ম্যান ইউনাইটেড।

 

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়