হরিপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

- আপডেট সময় : ০৩:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৮৭ বার পড়া হয়েছে
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের হরিপুরে যথাযথ মর্যাদায় নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ বেদীতে শহীদদের স্মরণে রাষ্ট্রীয় পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান । পরে হরিপুর থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংগঠন, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, বাংলাদেশ প্রেসক্লাব হরিপুর উপজেলা শাখা এবং অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
১৬ ডিসেম্বর সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি বিজয় রেলি বের হয়ে হরিপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করা হয়। এরপরে বিজয় দিবস উপলক্ষে ১ দিন ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান ।
বেলা ১২টার সময় উপজেলা অডিটোরিয়ামে বীরমুক্তিযোদ্ধা, যুদ্ধহত বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৩০ লাখ মানুষের জীবন ও কয়েক লাখ নারীর সম্মান কেড়ে নেয়া দীর্ঘ ৯ মাসের রক্তাক্ত যুদ্ধের পর ১৯৭১ সালের এ দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন দেশের অভ্যুদয় ঘটে।লাখো শহীদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন স্বাবভৌমত্ত বাংলাদেশ।