ভাঙ্গুড়ায় বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় দিবস পালন

- আপডেট সময় : ০৯:৫৪:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / ৭৪ বার পড়া হয়েছে
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় জাতীয়তাবাদী যুবদল,স্বেচ্ছাসেবক, ছাত্রদল,জিয়া সাইবার ফোর্স ও তারেক জিয়ার প্রজন্ম দলের উদ্যাগে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল রানা, সাবেক কাউন্সিলর মিজানুর রহমান, ইউপি সদস্য আতিক আহমেদ,পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান রিপন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসাইন, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ হোসেন, পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন আহমেদ, উপজেলা যুবদলের সদস্য শামীম আহমেদ, উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি রানা আহমেদ দুলু, সদস্য সচিব ইরাদ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, পৌর জিয়া সাইবার ফোর্সের সদস্য সচিব মামুন হোসেন,উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব হাসান আলী, পৌর তারেক জিয়ার প্রজন্ম দলের আহবায়ক আহাদ আলী, সদস্য সচিব মাসুদ সরদার,ভাঙ্গুড়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কাওছার আহমেদ প্রমুখ।