কটিয়াদীতে ফার্নিচার কারখানায় আগুন, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

- আপডেট সময় : ০৪:৩৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
- / ১৯৫ বার পড়া হয়েছে
আলি হায়দার, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের কটিয়াদী বাজার পূর্বপাড়া উপজেলা রোড হিরালাল সাহার মোড়ে অবস্থিত মেসার্স মানিক ফার্নিচার নামক একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটছে। এতে কারখানার মালামালসহ সম্পূর্ণ দোকান পুড়ে ছাই হয়ে যায়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ) আনুমানিক রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার দিবাগত রাত (মঙ্গলবার) আনুমানিক ১টার দিকে আশপাশের দোকানদার ও মানুষজন আগুনের শিখা দেখতে পান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আসার পূর্বেই আগুন মুহূর্তে ভয়াবহ রূপ নেয়। পরে কটিয়াদী ও বাজিতপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফার্নিচার কারখানার মালিক মানিক সূত্রধর জানান, আগুনে তার সম্পূর্ণ কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। কারখানায় প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার মালামাল ছিলো। এর মধ্যে ১০ লাখ টাকার তৈরি মালামাল ছিলো, যেটার ডেলিভারি ছিলো আগামী শুক্রবার। যার সবকিছুই পুড়ে গেছে।
কটিয়াদী ফায়ার সার্ভিসের দ্বায়িত্ব প্রাপ্ত স্টেশন অফিসার মাজেদুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে আমাদের টিম ঘটনা স্থলে পৌঁছে, পরবর্তীতে বাজিতপুরের আরেকটি টিম এসে আমাদের সাথে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধরণা করছি। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার পর সকালে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইদুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।