সংবাদ শিরোনাম ::
মাদক উদ্ধারে জেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হলেন ভাংগা থানার এসআই (নিঃ) মোশারফ

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০৭:০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪
- / ১৩৫ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক জব্দ ও মাদকদ্রব্য উদ্ধার করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করায় ভাঙ্গা থানার এসআই (নিঃ) মোশারফ হোসেনকে জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার হিসেবে (নভেম্বর-২৪) নির্বাচিত করা হয়েছে। এবং ফরিদপুর জেলা পুলিশ সুপার এর নিকট থেকে সম্মাননা স্মারক গ্রহন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো. আব্দুল জলিল (পিপিএম)। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ইমদাদ হুসাইন, ক্রাইম এন্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), শৈলেন চাকমা, ফরিদপুর (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, ফরিদপুর (মধুখালী সার্কেল) মো. ইমরুল হাসান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ফোর্সগণ।