সংবাদ শিরোনাম ::
কুয়েতে কর্মস্হলে বাংলাদেশী যুবকের মৃত্যু

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ০২:৩৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪
- / ১০১ বার পড়া হয়েছে
বিলাল উদ্দিন, কুয়েত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ইদানীং প্রবাসী মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। বিশেষ করে হৃদরোগসহ মানসিক বিভিন্ন চাপে অকালে ঝরে যাচ্ছে কত প্রাণ। এ দিকে গত (২৭ ডিসেম্বর) শুক্রবার সকালে কুয়েতে নিজ কর্মস্হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বাংলাদেশী দেলোয়ার হোসেন (৩৪) নামে এক যুবকের।
জানা গেছে, দেলোয়ার হোসেনের দেশের বাড়ি চট্রগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার টেরিয়াইলের ৯ নংওয়ার্ডের বাসিন্দা মোঃশফিউল মিয়ার ছেলে। মৃত দেলোয়ার হোসেন কুয়েত আন্দুলোস এলাকার একটি সুপার মার্কেটে কাজ করতেন। কর্মস্হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। লাশ স্হানীয় হাসপাতাল মর্গে রয়েছে।সকল আইনী প্রক্রিয়া শেষে শীঘ্রই লাশ দেশে পাঠানো হবে বলে জানা গেছে।