বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও
২বিঘা পতিত জমিতে পরীক্ষামূলক খিরার চাষ করে লাভবান হয়েছেন ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার টেংরিয়া রাজাপাড়া গ্রামের বাসিন্দা( ৩৫) নজরুল হক। মাত্র ১৫ হাজার টাকা পুঁজিতে ২বিঘা জমিতে তিনি ১ থেকে দের লাখ টাকার খিরা বিক্রির আশা করেছেন তিনি ।
এছাড়া সব সময় খিরার চাহিদা থাকায় কৃষকেরাও এটি চাষ করে বেশ লাভবান হচ্ছেন।তিনি জানান আমার এলাকায় আমিই প্রথম খিরা চাষ করেছি, গাছের বয়স প্রায় দুই মাস এর মধ্যে গাছে প্রচুর ফুল ও ফল ধরেছে,প্রতি সপ্তাহে প্রায় ৮-১০মন খিরা বিক্রি করছি, যার বাজার পাইকারি খুচরা মূল্য ৪০টাকা কেজি। কেউ আবার মন হিসেবে আমার জমি থেকে কিনে নিয়ে যায়। মন প্রতি ১৬০০-২০০০ টাকা। একই এলাকার কৃষক আমজাদ হোসেন জানান (৪৫)জানান তার এই খিরা ক্ষেত খুব সুন্দর লাগছে গাছেও প্রচুর ফল আসছে ইদানীং আমি ও খিরা চাষে উৎসাহিত তাই তার কাছ থেকে পরামর্শ নিতে আসছি।
কৃষক নজরুল জানান, আমি প্রথমত সারের ডিলার এবং রফিক সিড থেকে বীজ সংগ্রহ করি এবং তাদের কাছ থেকে পরামর্শ নিতাম, কিন্তু বর্তমানে উপজেলা কৃষি কর্মতার সহায়তায় আমি সঠিক পরামর্শ পাচ্ছি।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রুবেল হোসেন জানান, আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করে আসছি রোগ বালাই দমনে, এবং পোকামাকড়ের হাত থেকে গাছকে সুরক্ষা রাখতে ব্যবস্হা ও পরামর্শ প্রদান করা হয়েছে।