দলের নামে যারা অপকর্ম করছে তাদের কোন ছাড় দেওয়া হবেনা : সাবেক এমপি মো. সামসুজ্জোহা খাঁন

- আপডেট সময় : ০৫:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৪৯ বার পড়া হয়েছে
সহিদুল ইসলাম, ধামইরহাট
দলের নামে যারা অপকর্ম করে বেড়াচ্ছে তাদের কোন ছাড় দেওয়া হবেনা। নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলেক্ষ্য এমন বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও নওগাঁ-২ আসনের সাবেক সফল এমপি মো. সামসুজ্জোহা খাঁন।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি এ বক্তব্য প্রদান করেন।
এসময় সাবেক ছাত্রদল নেতা রুবেল হাসান রতনের সভাপতিত্বে নওগাঁ মহিলাদলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি, উপজেলা বিএনপি নেতা ও ক্রীড়া সংগঠক মো. হানজালা, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. রুহুল আমিন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. শহিদুর রহমান সরকার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএ ওয়াদুদ, আহ্বায়ক সদস্য শামীম কবির মিল্টন, সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, মরিয়ম শেফা, নির্মইল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নারী নেত্রী সেলিনা আক্তার, শাহিনা ইয়াসমিন, সাবেক ছাত্রনেতা মনসুর আলম, ছাত্রদল নেতা রুমন, ওয়াসিফ আরাফাত অভি, মওদুদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।