সংবাদ শিরোনাম ::
ভাঙ্গায় জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রলয় ডেস্ক
- আপডেট সময় : ১১:৪২:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
- / ৭৭ বার পড়া হয়েছে
ওয়াহিদুজ জামান,ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বুধবার (১ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দুটি অংশ ৪৬ তম জন্মদিন পৃথক পৃথক ভাবে পালন করেছেন।
একটি অংশের নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব খান ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় মুন্সি। ভাঙ্গা উপজেলা কৃষক দলের কার্যালয় থেকে একটি র্যালি বুধবার বিকেলে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এ সময় র্যালিতে অংশ নেন ভাঙ্গা উপজেলা কৃষক দলের সভাপতি সাঈদ মুন্সী, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম বিটু মুন্সি, পৌর কৃষকদলের সভাপতি আলম মুন্সি, পৌর সাধারণ সম্পাদক জাকারিয়া মুন্সি সহ যুবদল ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদলের নেতৃবৃন্দ। র্যালি শেষে কেক কাটা ও আলোচনার মধ্য দিয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।