মানবিক মানুষ মাহাবুব বাবু

- আপডেট সময় : ০৩:৫২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫
- / ১১৩ বার পড়া হয়েছে
শরিফুল রোমান, মুকসুদপুর
মানবিক ও মানবতার দিন দিন উজ্জ্বল দৃষ্টান্ত রেখে চলছেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মাহাবুব বাবু।
এলাকার অসহায় মানুষকে যে কোন বিপদ আপদে সেবা দিয়ে চলছেন তিনি। ফোন পেলে সাহায্যর হাত বাড়িয়ে দেন তিনি। তার নিজের সাধ্যের মধ্যে হলে তিনি কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। সাহায্যের হাত বাড়িয়ে দেন মানবিক মাহাবুব বাবু। হাসপাতালে ভর্তি অসুস্থ রোগীদের সেবায়, মূমুর্ষ রোগীর জীবন বাঁচাতে রক্তের জোগার করে নিঃস্বার্থ ভাবে মানুষকে বাঁচানোর চেষ্টা করেন।
এ পর্যন্ত প্রায় ৭ হাজার ব্যাগের উপর তিনি রক্তের জোগাড় করে দিয়েছেন এবং ব্যক্তিগতভাবে তার শরীর থেকে তিনি এ পর্যন্ত ৩০বার রক্ত দিয়েছেন। মুকসুদপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও মাহাবুব বাবু দীর্ঘদিন যাবৎ অসহায় মানুষের কল্যাণে কাজ করে চলছে। রাস্তায় পড়ে থাকা অসুস্থ পশুকে সেবা যত্নের মাধ্যমে সুস্থ এবং অসহায় মানুষ পেলে তাদেরকেও সেবা যত্ন করে সুস্থ করে তুলেন মাহাবুব বাবু। দেশজুড়ে ভয়াবহ করোনা মহামারীতে অসহায় মানুষের অক্সিজেন সেবা দিতে গিয়ে তিনি নিজে করোনা আক্রান্ত হয়ে প্রায় ১২দিন যাবৎ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে মৃত্যুর হাত থেকেন বেঁচে গেছেন মাহাবুব বাবু। যেকোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ান তিনি।
সিলেটে বন্যায় কবলিত এলাকায় মাহাবুব বাবুসহ তার ৪জন বন্ধু ব্যাপক ভূমিকা রেখেছিলেন। মাহবুব বাবু একটি মানবিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। তার সংগঠনের নামে ‘মুকসুদপুর ক্লাব,গোপালগঞ্জ।’ মুকসুদপুর ক্লাবের প্রত্যেক সদস্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে। মুকসুদপুর ক্লাব গোপালগঞ্জ অসহায় শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। বায়ু দূষণ রোধে এবং অক্সিজেনের মাত্রা বাড়াতে মুকসুদপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপন করে চলছে। পরিচ্ছন্ন মুকসুদপুর ও মাদক, সন্ত্রাস, দুর্নিতীমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ধর্মান্ধ ও জঙ্গি বিরোধী সচেতনতা বৃদ্ধিসহ অসহায় মানুষকে আইনী সহায়তা প্রদান, সন্তান বঞ্চিত পিতা-মাতাকে মানবিক সহায়তা প্রদানসহ সব ধরনের ইতিবাচক সেবা প্রদান করে যাচ্ছেন মানবতার ফেরিওয়ালা মানবিক মানুষ মাহাবুব বাবু। এপ্রসঙ্গে মাহবুব বাবুর সাথে আলাপ করি তিনি জানান,“মানুষ আশরাফুল মাখলুকাত” অর্থাৎ সৃষ্টির সেরা জীব। মানুষের কল্যাণে কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমার সামর্থ্য অনুযায়ী আমি অসহায় মানুষের জন্য কাজ করার চেষ্টা করে যাচ্ছি।