ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

এপিসি থেকে গুলি চালানো এসপি শাহজাহান আলোচনায় : শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। মূলত আবু সাঈদকে হত্যাকাণ্ডের ঘটনাটি সারা দেশের মানুষকে সরকারবিরোধী আন্দোলনের দিকে ধাবিত করেছিল।

তবে, আবু সাঈদ হত্যাকাণ্ডের পরদিন পুলিশের কিছু সদস্যকে আরো বেপরোয়া আচরণ করতে দেখা যায় রংপুরে। ১৯ জুলাই সাঁজোয়া এপিসি যানে করে সিটি বাজারের সামনে আন্দোলনকারীদের দিকে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহানকে গুলি ছুড়তে দেখা যায়।

সম্প্রতি মো. শাহজাহানের সেদিনের গুলি ছোড়ার ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ইতিমধ্যে তার শাস্তি দাবিও করেছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা।

বুধবার (৮ জানুয়ারি) এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

ওই পোস্টে বলা হয়েছে, ‘১৬ জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন। যার ধারাবাহিকতা ১৭, ১৮, ১৯ জুলাই ও ১, ২, ৩, ৪ আগস্ট।

ফেসবুক পোস্টটিতে সাজোয়া এপিসি থেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা মো. শাহজাহানের কয়েকটি ছবি জুড়ে দিয়ে দাবি করা হয়েছে, যখন মেট্রোপলিটন পুলিশের কুখ্যাত কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে ভয়ঙ্কর রুপে আবির্ভূত হয়, তাণ্ডব চালায় পুরো রংপুর জুড়ে; চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য করে তখন রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় ছাত্র জনতার পক্ষে। যখন রংপুর মেট্রোপলিটন পুলিশ ভিতরে ভিতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে দু’ভাগ হয়ে যায়, তখন ১৯ জুলাই মাঠে নামে রংপুর জেলা পুলিশ।

সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্দোলনকারীদের সাথে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক সময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাঁজোয়া এপিসি যানে করে সিটি বাজারের সামনে সিটি কর্পোরেশনের পাশে মুহুর্মুহু গুলি বর্ষণ করেন তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান।

সারজিসের শেয়ার করা ফেসবুক পোস্টে আরো বলা হয়, সেদিন রংপুরে ৪ জন শহীদ হন ঘটনাস্থলে, গুলিবিদ্ধ হন প্রায় দুই শতাধিক মানুষ। এই দিনে মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাঁজোয়া যান রাস্তায় ছিলো। এতে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এই সাবেক পুলিশ সুপার। আমার ভাইদের হত্যাকারীরা কি এভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবেন? তাদের কি শাস্তি হবে না? হাসিনার পতনের পর এই তথাকথিত পুলিশ সদস্যদের আইনের আওতায় না এনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি। না হলে পরিণতি ভালো হবে না।

নিউজটি শেয়ার করুন

এপিসি থেকে গুলি চালানো এসপি শাহজাহান আলোচনায় : শাস্তির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা

আপডেট সময় : ০৮:১১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

নিজস্ব প্রতিবেদক

ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। মূলত আবু সাঈদকে হত্যাকাণ্ডের ঘটনাটি সারা দেশের মানুষকে সরকারবিরোধী আন্দোলনের দিকে ধাবিত করেছিল।

তবে, আবু সাঈদ হত্যাকাণ্ডের পরদিন পুলিশের কিছু সদস্যকে আরো বেপরোয়া আচরণ করতে দেখা যায় রংপুরে। ১৯ জুলাই সাঁজোয়া এপিসি যানে করে সিটি বাজারের সামনে আন্দোলনকারীদের দিকে তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহানকে গুলি ছুড়তে দেখা যায়।

সম্প্রতি মো. শাহজাহানের সেদিনের গুলি ছোড়ার ভিডিও ও স্থিরচিত্র ছড়িয়ে পড়েছে ফেসবুকে। ইতিমধ্যে তার শাস্তি দাবিও করেছেন জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীরা।

বুধবার (৮ জানুয়ারি) এ নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট শেয়ার করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

ওই পোস্টে বলা হয়েছে, ‘১৬ জুলাই আবু সাঈদ মারা যাওয়ার পর রংপুর হয়ে ওঠে সারা দেশের আন্দোলনের কেন্দ্রবিন্দু। সেদিন থেকে রংপুরে শুরু হয় ছাত্র-জনতার সম্মিলিত আন্দোলন। যার ধারাবাহিকতা ১৭, ১৮, ১৯ জুলাই ও ১, ২, ৩, ৪ আগস্ট।

ফেসবুক পোস্টটিতে সাজোয়া এপিসি থেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকা মো. শাহজাহানের কয়েকটি ছবি জুড়ে দিয়ে দাবি করা হয়েছে, যখন মেট্রোপলিটন পুলিশের কুখ্যাত কমিশনার মনিরুজ্জামান গং ছাত্রদের সামনে ভয়ঙ্কর রুপে আবির্ভূত হয়, তাণ্ডব চালায় পুরো রংপুর জুড়ে; চালায় ঢালাও গ্রেপ্তার বাণিজ্য করে তখন রংপুর মেট্রোপলিটন পুলিশের কিছু ভালো অফিসার দাঁড়ায় ছাত্র জনতার পক্ষে। যখন রংপুর মেট্রোপলিটন পুলিশ ভিতরে ভিতরে ছাত্রদের পক্ষে বিপক্ষে দু’ভাগ হয়ে যায়, তখন ১৯ জুলাই মাঠে নামে রংপুর জেলা পুলিশ।

সেদিন মূলত রংপুর সিটি বাজার এলাকা ছিল আন্দোলনের মূল কেন্দ্র। সেখানকার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আন্দোলনকারীদের সাথে রংপুর জেলা পুলিশের পোশাক পরিহিত সদস্যদের দফায় দফায় সংঘর্ষ হয়। এক সময় নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে সাঁজোয়া এপিসি যানে করে সিটি বাজারের সামনে সিটি কর্পোরেশনের পাশে মুহুর্মুহু গুলি বর্ষণ করেন তৎকালীন রংপুর জেলা পুলিশ সুপার মো. শাহজাহান।

সারজিসের শেয়ার করা ফেসবুক পোস্টে আরো বলা হয়, সেদিন রংপুরে ৪ জন শহীদ হন ঘটনাস্থলে, গুলিবিদ্ধ হন প্রায় দুই শতাধিক মানুষ। এই দিনে মেট্রোপলিটন পুলিশের পোশাক পরিহিত কাউকে দেখা না গেলেও তাদের একটি সাঁজোয়া যান রাস্তায় ছিলো। এতে বলা হয়, পুলিশ হেডকোয়ার্টার্সের সিন্ডিকেটকে ম্যানেজ করে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত আছেন অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এই সাবেক পুলিশ সুপার। আমার ভাইদের হত্যাকারীরা কি এভাবেই ধরাছোঁয়ার বাইরে থাকবেন? তাদের কি শাস্তি হবে না? হাসিনার পতনের পর এই তথাকথিত পুলিশ সদস্যদের আইনের আওতায় না এনে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে পুলিশ বাহিনীকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি। না হলে পরিণতি ভালো হবে না।