বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন
বনি আমিন, কেরানীগঞ্জ
ঢাকার কেরানীগঞ্জে টোলমুক্তির দাবিতে যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির উদ্যোগে মানব বন্ধন হয়েছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল ৯টায় খোলামোড়া লঞ্চঘাট টার্মিনালের সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ২৫ বছর ধরে টোল প্রদান করায় তাদের দৈনন্দিন যাতায়াত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বিশেষ করে নিম্ন আয়ের মানুষের জন্য এটি অত্যন্ত কষ্টসাধ্য হয়ে উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক যাত্রী বলেন, আমরা হাতে একটি ছোট ব্যাগ নিয়ে এলেও টোল দিতে হয়। কখনো টাকা কম থাকলে টোল কর্মীরা আমাদের লাঞ্ছিত করে এবং অপমানজনক আচরণ করে। আমরা এই হয়রানি থেকে মুক্তি চাই।অপর এক যাত্রী বলেন,টোলের কারণে নৌকা ও লঞ্চ যাত্রী অনেকের জন্য ব্যয়বহুল হয়ে পড়েছে। ফলে অনেকে বাধ্য হয়ে বিকল্প পরিবহন ব্যবহার করছেন, যা সময় ও অর্থের অপচয় বাড়াচ্ছে।
এই কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা একমত হয়ে বলেন, টোলের বোঝা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া অমানবিক। তারা প্রশাসনের প্রতি দ্রুত টোল বাতিলের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
যাত্রী কল্যাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের আয়োজন করা হবে।