ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান এক দূরদর্শী নেতা ও দেশ গঠনের রূপকার: মোহাম্মদ মাসুদ ভালুকায় ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার রোহিঙ্গা ইস্যুতে চলতি বছরই ৩টি আন্তর্জাতিক সম্মেলন: প্রধান উপদেষ্টা এদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের ভেদাভেদ থাকবে না: সেনাপ্রধান ইসলামী জোটে নির্বাচনে অংশ নেবে খেলাফত আন্দোলন জামায়াত ও এনসিপির মতো কিছু গোষ্ঠী চায় না দেশে নির্বাচন হোক: দুলু কারচুপি প্রতিহতের প্রস্তুতি নিতে হবে: ইসলামী আন্দোলনের মহাসচিব ত্রিশালে জমকালো আয়োজনে ক্রিকেট ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ‘জুনিয়র টাইগার’ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে আনন্দ র‌্যালি চাঁদাবাজদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

জিয়ানগর নাম পুনর্বহাল চান সাঈদীপুত্র

প্রলয় ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৬ বার পড়া হয়েছে

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তনের জন্য আয়োজিত জনসমীক্ষা শেষ হয়েছে। জিয়ানগর নাম পুনর্বহালের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে গত বছরের ৫ সেপ্টেম্বর উপজেলাবাসীর পক্ষে আবেদন করেছিলেন সাঈদীপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এরই প্রেক্ষিতে সোমবার (৪ ফেব্রুয়ারী) ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দেওয়া জিয়ানগর নাম পুনর্বহালে জনমত যাচাইয়ে উপজেলার তিন স্থানে জনসমীক্ষার আয়োজন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে মাসুদ সাঈদী বলেন, ২০০২ সালের ২১ এপ্রিল পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঐকান্তিক চেষ্টা ও পরিকল্পনায় মাত্র তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ‘জিয়ানগর’ উপজেলা। আল্লামা সাঈদীর আমন্ত্রণে জিয়ানগর উপজেলা উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০০২ সালে উপজেলাটি উদ্বোধন হওয়ার পর থেকে ২০০৬ সালে এমপির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়কালে জিয়ানগর উপজেলার সকল অবকাঠামোগত উন্নয়ন আল্লামা সাঈদীর হাত ধরেই হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আরোহণ করার পরে শেখ হাসিনা এ উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেন। এরপর ২০১৭ সালে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ রাখা হয়।

মাসুদ সাঈদী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে আমি ৫ সেপ্টেম্বর সাক্ষাৎ করেন। এসময় তার নিকট জিয়ানগর উপজেলাবাসীর পক্ষে তিন হাজারের অধিক মানুষের স্বাক্ষর সম্বলিত নাম পরিবর্তনের আবেদন করি। ওইসময় হাসান আরিফ আমাকে আশ্বস্ত করেন যে আল্লামা সাঈদীর হাতে গড়া উপজেলা আবার জিয়ানগর নাম পুনর্বহাল হবে।’

জিয়ানগর নাম পুনর্বহালের বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে উপজেলার তিনটি স্থানে জনসমীক্ষার আয়োজন করার জন্য মাসুদ সাঈদী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

জিয়ানগর নাম পুনর্বহাল চান সাঈদীপুত্র

আপডেট সময় : ১১:১৯:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

জালিস মাহমুদ, পিরোজপুর জেলা সংবাদদাতা

পিরোজপুরের ইন্দুরকানীর নাম পরিবর্তনের জন্য আয়োজিত জনসমীক্ষা শেষ হয়েছে। জিয়ানগর নাম পুনর্বহালের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার কাছে গত বছরের ৫ সেপ্টেম্বর উপজেলাবাসীর পক্ষে আবেদন করেছিলেন সাঈদীপুত্র সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। এরই প্রেক্ষিতে সোমবার (৪ ফেব্রুয়ারী) ইন্দুরকানী উপজেলার নাম পরিবর্তন করে পিরোজপুর-১ আসনের সাবেক সাংসদ বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর দেওয়া জিয়ানগর নাম পুনর্বহালে জনমত যাচাইয়ে উপজেলার তিন স্থানে জনসমীক্ষার আয়োজন করেছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়।

নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে মাসুদ সাঈদী বলেন, ২০০২ সালের ২১ এপ্রিল পিরোজপুর-১ আসনের সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ঐকান্তিক চেষ্টা ও পরিকল্পনায় মাত্র তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত হয় ‘জিয়ানগর’ উপজেলা। আল্লামা সাঈদীর আমন্ত্রণে জিয়ানগর উপজেলা উদ্বোধন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০০২ সালে উপজেলাটি উদ্বোধন হওয়ার পর থেকে ২০০৬ সালে এমপির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই সময়কালে জিয়ানগর উপজেলার সকল অবকাঠামোগত উন্নয়ন আল্লামা সাঈদীর হাত ধরেই হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সালে ষড়যন্ত্রের নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ক্ষমতায় আরোহণ করার পরে শেখ হাসিনা এ উপজেলার সব উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেন। এরপর ২০১৭ সালে জিয়ানগর উপজেলার নাম পরিবর্তন করে ‘ইন্দুরকানী’ রাখা হয়।

মাসুদ সাঈদী বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট বিপ্লব পরবর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে আমি ৫ সেপ্টেম্বর সাক্ষাৎ করেন। এসময় তার নিকট জিয়ানগর উপজেলাবাসীর পক্ষে তিন হাজারের অধিক মানুষের স্বাক্ষর সম্বলিত নাম পরিবর্তনের আবেদন করি। ওইসময় হাসান আরিফ আমাকে আশ্বস্ত করেন যে আল্লামা সাঈদীর হাতে গড়া উপজেলা আবার জিয়ানগর নাম পুনর্বহাল হবে।’

জিয়ানগর নাম পুনর্বহালের বিষয়ে জনমত যাচাইয়ের উদ্দেশ্যে উপজেলার তিনটি স্থানে জনসমীক্ষার আয়োজন করার জন্য মাসুদ সাঈদী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দ্বায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।