বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা
ভাঙন যেন থামছেই না। একদিকে বেপরোয়া ভাবে বালু উত্তোলন, আরেকদিকে নদী ভাঙন। কুড়িগ্রামের চিলমারী উপজেলার ১ নং রাণীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জখরীটারি গ্রামের আগে দুইটি জায়গায় ভেঙেছে, আবার নতুন জায়গায় ভাঙন ধরেছে। এরকম ভাঙন দেখে গ্রামবাসী অত্যন্ত আতঙ্কিত। এভাবে ভাঙতে থাকলে গ্রামটি নদীগর্ভে বিলীন হয়ে যাবে। আগের ভাঙনের জায়গায় স্থানীয় প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ড কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি। স্থানীয় প্রশাসন এবং জেলা পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করছি। এই ভাঙ্গন রোদে যেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তারা।