শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ পূর্বাহ্ন
রানীশংকৈল সংবাদদাতা
জেলার রানীশংকৈলে নতুন উদ্যমে বোরো রোপণ শুরু করেছেন কৃষকরা। তারা জমি প্রস্তুত, পানি সেচ, হালচাষ, বীজচারা সংগ্রহ ও রোপণে ব্যস্ত সময় পার করছেন।
রানীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়- চলতি মৌসুমে উপজেলায় ৯৯৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষক উসমান জানান, এবার আমন চাষ করে লাভবান হয়েছি। সে জন্যে বোরো আবাদ শুরু করে দিয়েছি।
রানীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ সহিদুল ইসলাম জানান, আবহাওয়া অনুকূলে থাকলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব।