বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পূর্বাহ্ন
আসমত উল্লাহ, সংবাদদাতা
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় লালপুর ডিগ্রি কলেজ (নাটোর) ২-০ গোলে সরকারি শাহ সুলতান কলেজ (বগুড়া) কে পরাজিত করে বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে রাজশাহী মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিচালক (যুগ্ম সচিব) পারভেজ রায়হান।
খেলায় বিশেষ অতিথি হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপ-পরিচালক আখতারুজ্জামান রুমি তালুকদার, তরিকুল ইসলাম জেলা ক্রীড়া অফিসার (নাটোর) , আলমগীর হোসেন জেলা ক্রীড়া অফিসার (বগুড়া) উপস্থিত ছিলেন।
এসময় রাজশাহী জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার জানান ০৮ টি জেলার ১৬ টি কলেজ এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন এবং খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণ করবে। উক্ত খেলাটি সার্বিক তত্ত্বাবধানে প্রধান উপদেষ্টার কার্যালয় এবং সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।