বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
আবু হাসান আনছারী, নাগেশ্বরী
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প এর উদ্যোগে হ্যান্ডবল প্রতিযোগিতার মাধ্যমে দুঃসাহসী কিশোরীদল তৈরি করার উদেশ্যে হ্যান্ডবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে কিশোরীদের হ্যান্ডবল ফাইনাল খেলা পরিচালনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার সিব্বির আহমেদ । রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা। আমন্ত্রিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকমিনুজ্জামান রয়েল, সহকারী প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, ফিল্ড ফ্যাসিলিডেটর রেজিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক ওসমান গনী।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, অভিভাবকগণ,স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
হ্যান্ডবল খেলা শেষে বক্তারা কিশোর-কিশোরীদের উদ্দেশ্যে বলেন, খেলা ধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। মনের প্রশান্তি না থাকলে পড়াশোনায় মন বসবে না। তাই মাঠকেন্দ্রিক খেলাধুলা যেমন ব্যক্তিগত অধ্যয়নে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সহায়তা করে, ঠিক তেমনি মাত্রাতিরিক্ত গেজেটুআসক্তি থেকেও দূরে রাখে। দেশকে এগিয়ে নিয়ে যেতে তোমাদের ভূমিকা অপরিসীম। তোমরা লেখাপড়া করে দেশের উন্নয়ন করবে এটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। বিশেষ করে কিশোরীদের মনে সাহস যোগানোর জন্য হ্যান্ডবল খেলার আয়োজন করা হয়েছে। তোমরা বাল্যবিবাহ কে প্রতিরোধ করে সমাজ এবং দেশকে উন্নত করতে সাহায্য করবে।