গাজীপুরে দুধর্ষ ছিনতাইকারী গ্রেফতার

- আপডেট সময় : ০১:৩৭:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ১০৩ বার পড়া হয়েছে
আনোয়ার হোসেন, নিজস্ব সংবাদদাতা
গাজীপুর মহানগরীর সদর থানা এলাকা হতে মোঃ জাকির হোসেন নামে এক দুধর্ষ ছিনতাইকারী গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি উত্তর)। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর মহানগর গোয়েন্দা ডিবি উত্তরের উপ- পুলিশ কমিশনার।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপ পুলিশ কমিশনার ডিবি (উত্তর) বিভাগের দিক নির্দেশনায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ শাহিন খান এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক টিম পশ্চিম লক্ষিপুরা তালুকদার পুকুর এলাকায় আসামীর নিজ বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় মোঃ জাকির হোসেনের কাছ থেকে ছিনতাইকরা ১৫ টি মোবাইল ফোনসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছিনতাইকারী পুলিশের কাছে স্বীকার করে, সে নিয়মিত ভোগড়া বাইপাস ও তিন সড়ক এলাকায় তার সহযোগীদের নিয়ে ছিনতাই করে আসিতেছে। উল্লেখিত ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পেনাল কোডের ৩৯৩/৪১৩ ধারায় জিএমপি সদর থানায় ০৫ নং মামলাটি রুজু করা হয়েছে এবং আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব নিয়ন্ত্রন আইনের-৩৬ (১) সারণির ১৪(ক) ধারায় ২০২১ সালের ১৮ আগস্টে সদর থানায় ২৬ নং মামলাটিরআদালতে বিচারাধীন রয়েছে