বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পূর্বাহ্ন
কলমাকান্দা সংবাদদাতা
মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে আপত্তিকর পোস্ট দেয়ায় নেত্রকোনার কলমাকান্দায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অভিযুক্ত ওই যুবকের নাম সুপ্ত সাহা অনিক ও অপর আরেকজন রাখাল সাহা। অনিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই বাংলা ফজলুল হক হলের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি। তার বাড়ি কলমাকান্দা সদর ইউনিয়নের মন্তলা গ্রামে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর থানার সামনের সড়কে তৌহিদী ইসলামি জনতা কলমাকান্দা উপজেলার হেফাজতে ইসলাম বাংলাদেশ ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। এই কর্মসূচিতেই বিপুলসংখ্যক লোকজন অংশ নেন।
আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মহানবী (সা.) কে নিয়ে বাজে মন্তব্য করেছে কলমাকান্দার হিন্দু সম্প্রদায়ের সুপ্ত সাহা অনিক। এখনও তাকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে উঠেছে কলমাকান্দার মুসলিম জনতা। এছাড়া রাসুল (সা.) কে অবমাননাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন দৈনিক প্রলয় কে বলেন, ফেইসবুকে পোস্টের পর থানায় লোকজন আসে। অভিযুক্ত সুপ্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।