রমজানের পবিত্রতা রক্ষার দাবীতে ত্রিশালে ইসলামি আন্দোলনের বিক্ষোভ মিছিল

- আপডেট সময় : ০৮:২৯:৪০ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখা।
শনিবার (১ মার্চ) বাদ আছর পৌর শহরের দরিরামপুর সাবরেজিস্টার অফিস মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারী নজরুল একাডেমী গেইটে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহীম খলিল উল্লাহ।
ইসলামি আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফশিউর রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি হাফেজ ইয়াহিয়া, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি মো: জুবায়ের হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ত্রিশাল শাখার সভাপতি মো: নূর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুস সাকিব প্রমূখ।