বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈদের একদিনের ছুটি শেষে মেট্রোরেল চলাচল শুরু ড. ইউনূসকে শেহবাজের ফোন, পাকিস্তান সফরের আমন্ত্রণ ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রেমিকার বাড়িতে বিয়ের দাবিতে অনশনে তরুণী : মামুন রানা ও পরিবারের লোকজন পলাতক

জাফর আহমেদ, কুড়িগ্রাম সংবাদদাতা

কুড়িগ্রামে প্রেমিকের বাড়িতে রবিবার (২ ফেব্রুয়ারি) বিয়ের দাবিতে অনশনে বসেছে তরুণী। অনশনে বসা ওই তরুনীর নাম শারমিন নাহার (২৫) সে ডিগ্রি ২য় বর্ষের শিক্ষার্থী।অভিযুক্ত প্রেমিক মামুন রানা সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে। সে বগুড়া আদমদিঘীতে কুরিয়ার সার্ভিসের কাজ করে বলে জানা গেছে।

মামুন রানা বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ সাত মাস ধরে শারীরিক সম্পর্কে পর শারমিনকে বিয়ে না করায় এমন অনশনে বসেছে। এ ঘটনায় প্রেমিক মামুন রানা ও পরিবারের লোকজন পলাতক রয়েছে।

শারমিন নাহার জানান, মামুন বিয়ের আশ্বাস দিয়ে সাত মাস ধরে আমার সাথে শারীরিক সম্পর্ক করতো।গত পরশু মামুনের কর্মস্থল এলাকা বগুড়া আদমদিঘীতে আমাকে ডেকে নেয়। সেখানে এক বাসায় সময় কেটে কয়েল আনার কথা বলে সেখান হতে পালিয়ে যায়।পরে স্থানীয় লোকজন ও ছোট ভাইয়ের সহযোগিতায় বাড়িতে চলে আসি।

এদিকে ঘটনা জানা জানির পর আমার বাবা মা আমাকে বাড়িতে উঠতে দিচ্ছে না।উপায় না পেয়ে সকালে মামুন রানার বাড়িতে অনশনে বসি।মামুনের পরিবারের লোকজন আমাকে টেনে হেচড়ে বাইরে রেখে ঘর তালা মেরে পালিয়ে গেছে।আমি বর্তমানে মামুন রানার চাচার বাসায় অবস্থান করছি।বিয়ে না করলে আত্মহত্যা করবো।

স্থানীয় বাসিন্দা মোঃ হাবিবুর রহমান বলেন, মেয়েটির সাথে দীর্ঘ দিনের সম্পর্ক। এটা আশপাশের লোকজন জানে।কুড়িগ্রাম থেকে বগুড়া নিয়ে মেয়েটির সাথে এমন প্রতারণা করা ঠিক হয় নাই। দুই পরিবার বসে বিষয়টি সমাধান করতে পারে বলে জানান তিনি।

মামুনের সাথে কথা হয়েছে এমন বরাত দিয়ে মামুনের ভাই,নয়া সংবাদকর্মীদের জানান শারমিনকে আবার বগুড়া পাঠে দিলে মামুন বিয়ে করবে।তবে এ রিস্ক নিতে চাচ্ছে না স্থানীয় ও পরিবারের লোকজন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ ওসি বলেন,এখন পর্যন্ত কোন অভিযোগ পাই নাই, অভিযোগ পেলে আইনগত সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়