দৈনিক ‘প্রলয়’র বরিশাল বিভাগীয় অফিস উদ্বোধন

- আপডেট সময় : ০৯:২০:১১ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
- / ২৫৩ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা
দেশের বহুল প্রচারিত পত্রিকা “আমরাই সাহসী সৈনিক” এই স্লোগানকে বুকে ধারণ করে ২০২৪ থেকে এগিয়ে চলছে জাতীয় দৈনিক ‘প্রলয়’। পহেলা মার্চ রোজ রবিবার পহেলা রোজায় সন্ধ্যা সাতটায় বরিশালের পটুয়াখালী ছোট চৌরাস্তার বিসমিল্লাহ বভনের দ্বিতীয় তলায় জেলা রিপোর্টাস ক্লাব সংলগ্ন নিজ রুমে বিভাগীয় অফিসে মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
সাধারণত জাতীয় পত্রিকা গুলো বিভাগীয় শহরে অবস্থিত হয়ে থাকে তবে দৈনিক প্রলয় জেলা প্রর্যায় হওয়াকে কেন্দ্র করে পত্রিকার সম্পাদক ও প্রকাশক রোজিনা আক্তার জানান, দৈনিক প্রলয় নতুন দিনের একটি সাহসী জাতীয় দৈনিক পত্রিকা হিসেবে অল্প সময় হলো যাত্র শুরু করেছে আমাদের পত্রিকাটি। আমরাই প্রথম দেশের সকল গুরুত্বপূর্ণ এলাকায় বিভাগীয় অফিসের কাজ শুরু করেছি আমরা আশা করছি দৈনিক প্রলয় দেশ গঠনে নতুন ভূমিকা রাখবে,এবং প্রকৃত ঘটনা বা তথ্য চিত্র দেশ ও জাতির কাছে তুলে ধরবে।
উক্ত দোয়া মোনাজাত অনুষ্ঠানে দৈনিক প্রলয় পত্রিকার বরিশাল অঞ্চলের বিভাগীয় ব্যুরো, জেলা প্রতিনিধি এবং পত্রিকা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পটুয়াখালী জেলা রিপোর্টাস ক্লাবের সদস্যগণ ও জেলার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
https://web.facebook.com/momina.talukadara/videos/1218405523001531