বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মুক্তাগাছায় পশুর হাটে হামলা ও লুটপাট রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো চুলচেরা বিশ্লেষণ করছে যায়যায়দিন দখলমুক্ত ও ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ জেলা প্রশাসকের কার্যালয়ে ময়মনসিংহ প্রেসক্লাব এবং সংস্কার কমিটির সাংবাদিক নেতৃবৃন্দের বৈঠক পটুয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি নাসির মৃধার তাণ্ডবে অতিষ্ঠ সাধারণ মানুষ, অভিযোগে সংবাদ সম্মেলন ডিপ্লোমা সনদধারীরা ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না ফুলবাড়ীতে ৫৮ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ পৈত্রিক সম্পত্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভাঙ্গায় আশ্রয়ন প্রকল্প ও সরকারি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

নামাজরত বৃদ্ধার ওপর হামলা

পটুয়াখালী সংবাদদাতা

পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিজ ঘরে নামাজরত অবস্থায় আমেনা বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আমেনা বেগম উপজেলার মো. ইউনূস মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আমেনা বেগম ঘরে নামাজ পড়ছিলেন। তার স্বামী ইউনূস মিয়া তারাবির নামাজ পড়তে মসজিদে যান। এ সময় দরজার ছিটকিনি না লাগানো থাকায় কে বা কারা ঘরে ঢুকে পেছন থেকে তার মাথায় কোপ দেয় এবং ঘাড়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পান, তবে হামলাকারীদের কাউকে দেখতে পাননি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহুল বিন হালিম জানান, আহত বৃদ্ধার মাথায় চারটি এবং ঘাড়ে একটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।

ভুক্তভোগীর স্বামী ইউনূস মিয়া বলেন, “আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। হয়তো ঘরে ঢুকে চুরি করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার স্ত্রী টের পেয়ে চিৎকার করায় তারা পালিয়ে যায়।”

এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, “হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

প্রলয়/মোমিন তালুকদার

 

 

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়