নামাজরত বৃদ্ধার ওপর হামলা

- আপডেট সময় : ০৩:০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ৫৫ বার পড়া হয়েছে
পটুয়াখালী সংবাদদাতা
পটুয়াখালীর দশমিনা উপজেলায় নিজ ঘরে নামাজরত অবস্থায় আমেনা বেগম (৬২) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (৯ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার দশমিনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
আহত আমেনা বেগম উপজেলার মো. ইউনূস মিয়ার স্ত্রী। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চিকিৎসা দেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, ঘটনার সময় আমেনা বেগম ঘরে নামাজ পড়ছিলেন। তার স্বামী ইউনূস মিয়া তারাবির নামাজ পড়তে মসজিদে যান। এ সময় দরজার ছিটকিনি না লাগানো থাকায় কে বা কারা ঘরে ঢুকে পেছন থেকে তার মাথায় কোপ দেয় এবং ঘাড়ে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
- ঝিকরগাছায় জমি দখলকারীদের হামলায় মা-ছেলে আহত
- সারাদেশে নারী ও শিশুর ওপর সহিংসতা বন্ধে ইবি ছাত্রদল’র মানববন্ধন
- তরুণ উদ্যোক্তা মামুনের জিআই তারের নেট তৈরির সফলতার গল্প
চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পান, তবে হামলাকারীদের কাউকে দেখতে পাননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাহুল বিন হালিম জানান, আহত বৃদ্ধার মাথায় চারটি এবং ঘাড়ে একটি সেলাই লেগেছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসাধীন আছেন।
ভুক্তভোগীর স্বামী ইউনূস মিয়া বলেন, “আমাদের কারও সঙ্গে শত্রুতা নেই। হয়তো ঘরে ঢুকে চুরি করার উদ্দেশ্য ছিল, কিন্তু আমার স্ত্রী টের পেয়ে চিৎকার করায় তারা পালিয়ে যায়।”
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, “হামলার খবর পেয়ে পুলিশ হাসপাতালে গেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রলয়/মোমিন তালুকদার