নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে ভাঙ্গায় কলেজ শাখা ছাত্রদলের মানববন্ধন

- আপডেট সময় : ০৩:৫৪:১১ অপরাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
- / ২৩১ বার পড়া হয়েছে
নিজস্ব সংবাদদাতা
সারাদেশে নারীদের প্রতি সহিংসতা, নির্মম পৈচাশিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে ফরিদপুরের ভাঙ্গায় সরকারি কাজী মাহাবুব উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার সময় ভাঙ্গা উপজেলার সরকারি কাজী মাহবুব উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসের মেইন গেটের সামনে প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
- নামাজরত বৃদ্ধার ওপর হামলা
- তরুণ উদ্যোক্তা মামুনের জিআই তারের নেট তৈরির সফলতার গল্প
- ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৩
এসময় বক্তারা সারাদেশে ঘটে যাওয়া নারীদের উপর সহিংসতা নির্মম পৈশাচিক নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদ জানান। এছাড়াও বক্তারা অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ্ বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মো. আবিদ শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্সির সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি সালমান ফারসি, সহ-সভাপতি টুটুল খালাসী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব খান, সংগঠনিক সম্পাদক আদনান আবির, দপ্তর সম্পাদ সাজ্জাদ হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আরিশা ইসলাম নাবিলা যুগ্ম সাধারণ সম্পাদক, আদনান সাইফ মাহমুদ সজীবসহ শিক্ষার্থীবৃন্দ।
প্রলয়/মোমিন তালুকদার