বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৬:০২ অপরাহ্ন
ভাঙ্গা সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পৈত্রিক সম্পত্তি নিয়ে মিথ্যা ভিত্তিহীন বানোয়াট তথ্যের প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) দুপুর সাড়ে ১২ টার সময় ভাঙ্গা পৌরসদরের মধ্য হাসামদিয়া এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পেশ করেন মো. ফারদিন হাওলাদার।
তিনি বলেন, আমরা ফেসবুকে ঢুকে দেখতে পাই তারেক আহম্মেদ লিংকন কল্পকাহিনী সাজিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রকাশ করেছে। তিনি আরও বলেন আমার দাদা মৃত হারুন-অর-রশীদ হাওলাদার এই জমি ১৯৭৯ সালে ক্রয় করে। পরবর্তীতে আমার দাদা দাদি মোসা. ফাতেমা বেগমের নামে ১৯৮০ সালে হেবা দলিল করে দেন। এরপর বি.এস রেকর্ড মূলে আমার বাবা হেমায়েত হোসেন হাওলাদার, বাবুল আহম্মেদ, বেলায়েত হোসেন হাওলাদার, এনায়েত হোসেনের নামে দলিল করে দেন। এরপর আমার চাচা বেলায়েত হোসেন গং পৌরসভা ফেকে বিল্ডিংয়ের কোড প্লান পাশ করে ৬ তলা ফাউন্ডেশন করে তিন তলা ভবন নির্মাণ করি। এই জমি নিয়ে একটি মামলা বর্তমানে হাইকোর্টে বিচারাধীন রয়েছে।
তবে আমার নিম্ন ২ আদালতে রায় পেয়েছি। আমাদের তিন তলা বিল্ডিংয়ের কাজ শেষ এবং ভাড়াটিয়া রয়েছে বর্তমানে চতুর্থ তলার কাজ চলমান রয়েছে। অথচ তারেক আহম্মেদ লিংকন আমাদের কে এবং বিএনপির অঙ্গ সংগঠন সেচ্ছাসেবক দলের ভাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব সজীব মাতুব্বর কে নিয়ে মিথ্যাচার করেছে। এতে আমরা সামাজিক ভাবে হয় প্রতিপন্ন হয়েছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এই বিষয়ে তারেক আহম্মেদ লিংকেনর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায় নি।
এসময় আরো উপস্থিত ছিলেন হেমায়েত হোসেন হাওলাদার, বাবুল আহম্মেদ, বেলায়েত হোসেন হাওলাদার, এনায়েত হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।