সোমবার, ৩১ মার্চ ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
প্রয়াত সাংবাদিকদের স্মরণে পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবে দোয়া ও ইফতার ভাঙ্গায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ ময়মনসিংহে ৫২ ঘন্টায় সাজিত হত্যাকাণ্ডের মুলহোতা মন্টি গ্রেফতার গাজীপুরে ৫ জনকে আটক করে ৩ জনকে ডাকাতির প্রস্তুতি মামলা ও ২ জনকে ননএফআইআর চরভদ্রাসনে আব্দুল করিম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নগদ অর্থ বিতরণ ভাঙ্গায় হত্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন, হৃদরোগে মৃত্যুর অভিযোগ দৈনিক প্রলয় প্রত্রিকার উদ্যোগে ময়মনসিংহে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ময়মনসিংহের নিষিদ্ধ পল্লীতে তরুণী বিক্রি, দেহ ব্যবসায়ী ক্রেতা সর্দারনী লাভলী অধরা! নিরাপদ ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে মহাখালী বাস টার্মিনালে বিশেষ অভিযান পরিবর্তিত বিশ্বে, এশিয়ার দেশগুলোর ভাগ্য একে অপরের সাথে জড়িত- ড.মুহাম্মদ ইউনূস

রাজশাহীতে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন

পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নাজিম হাসান

পল্টন হত্যাকাণ্ডের সাথে জড়িত আওয়ামী খুনিদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর নেতাকর্মীরা এই কর্মসূচির পালন করেন।

এসময় মানববন্ধন থেকে বক্তারা বলেন, ‘‘২৮ অক্টোবরের নারকীয় গণহত্যার সাথে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্টভাবে মামলা দায়ের করা হলেও আওয়ামী সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। নারকীয় এই হত্যাকান্ডের সাথে জড়িতদের বিচার করতে হবে নতুন সরকারকে।’’

এবং ১৫ বছরে ঘটে যাওয়া সকল অপরাধের বিচার করতে হবে। ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ আওয়ামী লীগের সকল অঙ্গসংগঠনের অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সেই সাথে বাংলার মাটি থেকে আওয়ামীলীগ নামক সংগঠনের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। লগি-বৈঠাধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায়।’’

আরও পড়ুন

ফরিদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ

সিংড়ায় বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের

কারখানার দেয়াল ধসে ৩ জন শ্রমিক নিখোঁজ, আহত ৪

২৮ অক্টোবরের পথ ধরেই বাংলাদেশে সন্ত্রাসী রাজনীতি শুরু ও তা ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত আওয়ামী লীগ অব্যাহত রেখেছিল। খুনিদের বিচার না হলে আগামীতে ছাত্র-জনতা রাজপথে আবারও নেমে আসবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সভাপতি আব্দুসসামাদ, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি শাহাদাত হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরীর সহ-সভাপতি আফাজ উদ্দিন সরকার, সাধারন সম্পাদক আব্দুল মালেক, সেক্রেটারি সামিউল ইসলাম, হাফেজ খাইরুল ইসলাম, রমজান আলী প্রমুখ উপস্থিতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

© ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত । দৈনিক প্রলয়