কেরানীগঞ্জে ইয়াবা-হেরোইনসহ গ্রেফতার ৩

- আপডেট সময় : ০৫:২৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ১১৫ বার পড়া হয়েছে
বনিআমিন, কেরানীগঞ্জ
কেরানীগঞ্জ পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান দিক-নির্দেশনায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন) ঢাকা জেলার নেতৃত্বে উপ- পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঢাকা জেলা ডিবি (দক্ষিণ) এর একটি চৌকস ডিবি টিম কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে বুধবার (১২ মার্চ) আনুমানিক রাত ৮ টা. ৪০ মিনিটের সময় থানাধীন কদমতলী বন্দ ডাকপাড়া এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী চট্রগ্রামের লোহাগড়া থানার বরহাতিয়া এলাকার মোঃ মজিবর রহমান (৫২)’কে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট ও কক্সবাজার কুতুবদিয়া থানার তাবেলচর এলাকার মোঃ নজরুল ইসলাম, (৪২)’কে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাতে গ্রেফতার করা হয়।
অপর আরেকটি অভিযানে কেরাণীগঞ্জ মডেল থানার ভাগনা এলাকা হতে পেশাদার মাদক ব্যবাসায়ী মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও এলাকার ( বর্তমান- রাজু সাহেবের বাড়ীর ভাড়াটিয়া) মোঃ মকবুল হোসেন (৪৫)’কে ২৭ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী নজরুল ইসলাম এর বিরুদ্ধে ২টি মামলা ও আসামী মোঃ মকবুল হোসেন এর বিরুদ্ধে ৪ টি মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।