বানিয়াচংয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

- আপডেট সময় : ০৬:৫৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫
- / ৬৭ বার পড়া হয়েছে
দিলোয়ার হোসাইন ,বানিয়াচং
এনআইডি সংরক্ষণ করুন ভোটার তালিকা সুরক্ষিত করুন, গণতন্ত্র নিশ্চিত করুন এনআইডির পক্ষে দাঁড়ান। এই স্লোগানকে ধারন করে সারাদেশের ন্যায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাচন অফিসে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের পক্ষ থেকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা নির্বাচন অফিস। জাতীয় পরিচয়পত্র পরিসেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাচন অফিসার কামাল হোসেন। এনআইডি সেবা নির্বাচন কমিশনের মাধ্যমে পরিচালনা করা হলে অনেক ভোগান্তি কমবে বলে দাবি করেন সাধারণ মানুষ।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ছিলেন, অফিস সহকারি সন্তোষ, দিগন্ত, ডাটা এন্ট্রি অপারেটর রাহুল, সুজন, দিথি ও নাইম সহ এনআইডির কাজে আসা সেবাগ্রহিতারা জনগণ।